“আলোর পথে ডেকে চলা নীরব পথপ্রদর্শক ” এই শ্লোগানকে ধারণ করে ঈদের আমেজে চাঁদপুরে একঝাঁক স্বেচ্ছাসেবী যুবকরা গড়ে তুললেন শব্দঘর পাঠাগার। বাংলা সাহিত্যকে বাঁচিয়ে রাখতে এবং নতুন প্রজন্মের মাঝে বই পাঠের মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেই এমন উদ্যোগ নিয়েছেন তারা।
জানা যায়, চাঁদপুরের আলোচিত সামাজিক ও মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এই শব্দঘর পাঠাগারটি গড়ে তোলেন স্বেচ্ছাসেবী যুবকরা। পাঠাগারটি গড়ে তুলতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কাজ করেন তারা। অবশেষে পবিত্র ঈদুল ফিতরে তাদের সেই জ্ঞানের আলো ছড়ানো স্বপ্নটি বাস্তবায়িত হয়।
পাঠাগারের সম্পন্ন নির্মাণ ও আনুসাংঙ্গিক কাজ শেষ করে গত ৪ মে ঈদের দ্বিতীয় দিন বুধবার দুপুরে আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে শব্দঘর পাঠাগারটি আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা ডাক্তার আবুল কালাম আজাদ।আমন্ত্রিত মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনে শুভাকাঙ্খি নূর আলম মাওলানা, ইয়াসিন মিয়াজী, হাফেজ আক্তার হোসেন, রাসেল রানা, দেওয়ান খোরশেদ আলম, ডাক্তার শাহজাহান মিয়াজী, মো. ইমরান জমদ্দার, ডা. নিজাম উদ্দিন. মাহতাব চৌধুরী, ওমর ফারুক, ফখরুল আলম, গীতিকার ও লেখক সাংবাদিক কবির হোসেন মিজি, হোসাইন রিটন, রাকিবুল হাসান, সাংবাদিক মিরাজ মুন্সী, তুহিন, সাংবাদিক সাইফুল ইসলাম সিফাত, জুনাইদ উল্লাহ, শামসু মজুমদার, জাহিদ হাসান, মাজহার বাবু, মিজবাহ, আবু বকর সিদ্দিক, শাহপরান, সাব্বির রহমান, তানবীর, মতিউর রহমান, মোবারক তালুকদার, হাসিব তালুকদার, জহির উদ্দিন, মেহেদী হাসান, কামরুল হাসান বাবু, নূর আলম, আকরাম হোসেন জুয়েল, মাহমুদ হোসাইন, মো. কাউছার হোসাইন, নওফেল বিন সিদ্দিক, পার্থ দেবনাথ, জুয়েল মিয়াজি, সোহেল আলম, বাপ্পী মজুমদার, কাউছার মাল, সিহাব, আনোয়ার আহম্মেদ সাগর, রাশেদ বখশি, বোরহান উদ্দিন, জহির রায়হান, আজাদ, সোশ্যাল এইডার ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কেন্দ্রীয় ও চাঁদপুর জেলা ইউনিটের সকল সদস্যবৃন্দ ও হাজিগন্জ, ফরিদগঞ্জ, রামগঞ্জের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এসময় তারা শব্দঘর পাঠাগার পরিদর্শন করেন এবং পাঠাগারের মন্তব্য খাতায় পাঠাগার নিয়ে তাদের মতামত লিপিবদ্ধ করেন।
প্রতিবেদক: কবির হোসেন মিজি, ৫ মে ২০২২