চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের বিশাল বিক্ষোভ মিছিল

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মব সৃষ্টির অপচেষ্টা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। ১৫ জুলাই মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক বেলাল হোসাইন বেলাল। তিনি তার বক্তব্যে বলেন, আমরা ১৭ বছর আন্দোলন সংগ্রাম করেছি দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর আমরা মুক্তি পেয়েছিলাম কিন্তু আবার ষড়যন্ত্র শুরু হয়েছে।সামনে আমাদের কঠিন ও চ্যালেঞ্জিং সময়।যারা আমাদের পায়ে পা দিয়ে জগড়া করতে চায়। তাদের বলতে চাই বিএনপির সাথে জগড়া করার মতো কোন দল বাংলাদেশে নেই। হাসিনাও দম্ভ করেছিলো কিন্তু পারেনাই।আপনারা লক্ষ্য করেছেন জামায়াত হাতপাখা যাদের ডাল নেই তলোয়ার নেই তারাও বিএনপিকে নিয়ে মন্তব্য করে।

তিনি আরো বলেন, আমাদের ধৈর্য্য ধরতে হবে সামনে নির্বাচন। আমাদের নেতা আগেই বলেছেন সামনে ষড়যন্ত্র হবে। তার মানে বুঝতে পারছেন আমাদের নেতা তারেক রহমান কত তীক্ষ্ণ কত জ্ঞানী। প্রশাসনকে বলবো একটি ঘটনা ঘটেছে আজ পর্যন্ত আপনারা তেমন কিছু করতে পারেন নি। আমরা বলবো আপনারা দূর্বল হবেন না। আমরা আপনাদের পাশে আছি। দলের নেতাকর্মীদের বলতে চাই নিজেদের মধ্যে ভেদাভেদ করবেন না। যদি কিছু থেকেও থাকেন এখন থেকে সব কিছু ভুলে যেতে হবে।

মিছিল পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ মাঝির সভাপতিত্বে ও সদস্য সচিব সামছুল আরেফিনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামছুল আলম সূর্য। এসময় স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

স্টাফ রিপোর্টার, ১৫ জুলাই ২০২৫