চাঁদপুর

চাঁদপুরে স্বাস্থ্যবিধি না মানলেই জরিমানা

করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ এর জারীকৃত গণবিজ্ঞপ্তি প্রতিপালনার্থে মাঠ পর্যায়ে তৎপর রয়েছে চাঁদপুর জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

এরই ধারাবাহিকতায় স্বাস্থ্যবিধি না মানায় ও সড়ক পরিবহন আইনে চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ মামলায় ৭ জনকে ১ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১১ এপ্রিল রোববার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে, সার্কিট হাউজ, ওয়ারলেস মোড়সহ শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম জানান, করোনাভাইরাস প্রতিরোধে চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ মহোদয়ের নির্দেশে আমরা জনগনদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

এছাড়াও যারা স্বাস্থ্যবিধি মেনে চলছে না তাদেরকে আমরা জরিমানার আওতায় আনছি। এছাড়াও আমরা বিনামূল্যে মাস্ক বিতরণ করছি। ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন ১৩ আনসার ব্যাটালিয়ন সদস্যবৃন্দ।

প্রতিবেদকঃ শরীফুল ইসলাম,১১ এপ্রিল ২০২১

Share