চাঁদপুরে স্বামী স্বরূপানন্দের জন্মোৎসব পালন

স্বামী স্বরূপানন্দের নিজ হস্তে স্থাপিত বিশ্বের প্রথম অখণ্ডমণ্ডলী শ্রীরামদী অখন্ড মন্ডলী’র আয়োজনে অত্যান্ত উৎসমুখর ও আনন্দঘন পরিবেশে স্বরূপানন্দের শুভ জন্মোৎসব পালন করা হয়েছে। চাঁদপুরের প্রধান ব্যবসায়ীক এলাকা পুরাণবাজারে শ্রীরামদী অখন্ড মন্ডলী মন্দীর প্রাঙণে দেশ-বিদেশের হাজার ভক্তের অংশগ্রহণ শান্তিপূর্ণভাবে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হয়।

দুই দিন ব্যাপী অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিলো ২৭ ডিসেম্বর সন্ধ্যা সোমবার ৬টায় মঙ্গলঘট স্থাপন, পরে আগাম শ্রী শ্রী অখণ্ড সংগীতা পাঠ, সাড়ে ৬টায় অধিবাস দিবসের বিশেষ সমবেত উপাসনা। আগাম পাঠ করেন বাংলাদেশ অখন্ড সংগঠন চাঁদপুর জেলা শাখার সভাপতি অজিত কুমার দাস, ভ্রাতা সুশান্ত দাস।

২৮ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮টায় পবিত্র অখন্ড সংহিতা পাঠ, সাড়ে ৮টায় স্বামী স্বরূপানন্দের শুভ জন্মদিনের বিশেষ সমবেত উপাসনা। ১০টা ১৫ মিনিটে বেদমাতা ব্রহ্মগায়ত্রী গীত (সমকণ্ঠে দ্বাদশবার), তৎপরে নামজপযজ্ঞ, ১০ টা ৪৫ মিনিটে মহানাম হরিওঁ কীর্তন, বেলা ১২টায় ধর্মীয় আলোচনা সভা।

ধর্মীয় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ অখন্ড সংগঠন চাঁদপুর জেলা শাখার সভাপতি শ্রী অজিত কুমার দাস। প্রধান অতিথি ছিলেন, অযাচক আশ্রম বাংলাদেশ বোর্ড অব ট্রাস্টিজ এর চেয়ারম্যান এবং বাংলাদেশ অখন্ড সংগঠনে পৃষ্ঠপোষক শ্রী নির্মল ব্রহ্মচারি।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ অখন্ড সংগঠনের সভাপতি শ্রী অজয় কুমার দাস, বাংলাদেশ অখন্ড সংগঠন নোয়াখালী জেলা শেখার সভাপতি অরবিন্দ পালসহ অন্যান্য অতিথিবর্গ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ অখন্ড সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী অমূল্য রতন দেবনাথ। সভায় স্বাগত বক্তব্য রাখেন, শ্রীরামদি অখণ্ডমণ্ডলীর সহ-সভাপতি ভ্রাতা শ্রী মিহির রঞ্জন দাস। ধর্মীয় সভায় বক্তাগণ স্বামী স্বরূপানন্দের অখন্ড দর্শন সম্পর্কে বক্তব্য রাখেন।

দুপুর ১টা ৩০ মিনিটে মহাপ্রসাদ বিতরণ হয়। পরে সন্ধ্যা পর্যন্ত মহানাম হরিওঁ কীর্তন চলে। তৎপরে শান্তিবাচনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এ সময় জেলা হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদারসহ ধর্মীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদকঃ আশিক বিন রহিম, ২৮ ডিসেম্বর ২০২১

Share