অখণ্ডমণ্ডলেশ্বর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের পুণ্য জম্মস্হান চাঁদপুর অযাচক আশ্রমে শুভ জম্মোৎসব সরকারের স্বাস্হ্য বিধি মেনে ধর্মীয় ভাবগাম্বিজের মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে।
দু’দিন ব্যাপি উৎসব সারাদেশ থেকে আগত ভক্তবৃন্দের উপস্থিতিতে ব্যাপক কর্মসূচীর মাধ্যমে মঙ্গলবার সমাপ্ত হয়।
২৮ ডিসেম্বর সোমবার ভোর ৫টায় আশ্রমাঙ্গনে আরতি ও অঞ্জলি অনুষ্ঠিত হয়। সকাল ১১ টার দিকে প্রেমধ্বনি, শংখধ্বনি ও উলুধ্বনি সহকারে বিগ্রহ ও বাবা মনির প্রতিছবি স্হাপন করা হয়।
বিকেল ৪ টার দিকে নিরব নাম জপ যঞ্জ,গায়েত্রী গীতা ও হরিওঁ কীর্তন করা হয় । বিকাল ৫ টার দিকে নারীর সতিত্ব রক্ষায় স্বরাপানন্দের ভূমিকা শীর্ষক মাতৃ সম্মেলন। সন্ধ্যা সাড়ে ৬টায় সমবেত উপাসনা।
রাত ৮ টার দিকে স্বরূপানন্দ সংগীত পরিবেশন করবেন মানিক রায়, বাংলাদেশ সম্মিলিত অখণ্ড সংগঠক সুধাংশু সূত্রধর, ঢাকা মগবাজার অখণ্ড মন্ডলির ভাত্রা পলাশ কুমার দাশ, নারায়নগঞ্জ অখণ্ড মন্ডলির ভাত্রা প্রনব কুমার সাহা, বিথী রায়, রক্তিম সাহা, সুরভি সাহা মেঘা, মমতা রানী দাস, ও সহশিল্পী বৃন্দ।
২৯ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টায় ঊষা কীর্তনাঞ্জলী ও হরিওঁ কীর্তন। সকাল ৮ টায় নবীন যুগের নববেদ অখণ্ড সংহিতা পাঠ। সকাল সাড়ে ৮ টায় স্বরূপানন্দ পরমহংসদেবের শুভ আবির্ভাব দিবসের জাতি ধর্ম বর্ন নির্বিশেষে বিষেশ সমবেত উপাসনা। সকাল সাড়ে ১০ টায় আশ্রমাঙ্গনে ব্রহ্মগায়েত্রি ও হরিওঁ কীর্তন করা হয়। দুপুর ১ টায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরনকরা হয়।
দুদিন ব্যাপি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, জেলা জম্মাস্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খিস্ট্রান ঐক্য পরিষদ সভাপতি অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, সাধারন সম্পাদক অ্যাডঃ রনজিত রায় চৌধূরী, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিমল চৌধূরী, ব্যবসায়ী ওরেশ মালাকার, বিবেক লাল মজএমদার, সম্মিলুত সাংস্কৃতিক জোটের সভাপতি তপন সরকার, ঢাকার মানিক চৌধূরী, ডাঃ মিলন সরকার, তাপস কুমার সরকার অধ্যাপক রাধেশ্যাম কুড়ি, গৌতম ঘোষ, গৌতম সাহা, অঞ্জন দাস, সঞ্জয় ভৌমিক, মনতোষ সাহা, সুমন ভৌমিক, প্রনব সাহা প্রমুখ। দু দিন ব্যাপি উৎসবের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন চাঁদপুর অযাচক আশ্রমের নবাগত অধ্যক্ষ রতন লাল গাঙ্গুলি।
প্রতিবেদক:শরীফুল ইসলাম,২৯ ডিসেম্বর ২০২০