Home / চাঁদপুর / পর্যটন সম্ভাবনাময় চাঁদপুর মেঘনার তীরে জেগে উঠেছে অনেক চর
পর্যটন সম্ভাবনাময় চাঁদপুর মেঘনার তীরে জেগে উঠেছে অনেক চর

পর্যটন সম্ভাবনাময় চাঁদপুর মেঘনার তীরে জেগে উঠেছে অনেক চর

পদ্মা-মেঘনার মাঝে চাঁদপুরে জেগেছে বেশ কয়েকটি চর। উদ্যোগ নিলে প্রাকৃতিক সৌন্দর্য্যময় এসব চর হতে পারে নদীকেন্দ্রিক পর্যটনের অন্যতম আকর্ষণ।

চাঁদপুর শহর থেকে নৌকা, ট্রলার কিংবা স্পিড বোটে কয়েক মিনিটের পথ। জেগে ওঠা ৬টি চরে বসে উপভোগ করা যায় সূর্যোদয় আর সূর্যাস্তের অপরূপ দৃশ্য। দেখা যায় চাঁদপুরের ঐতিহ্যবাহী রূপালী ইলিশ কিংবা অন্য মাছ ধরার মনোরম দৃশ্য। দিন দিন আকৃষ্ট হচ্ছেন পর্যটকরা।

তবে এসব চরে কোন সুয়োগ সুবিধা না থাকায় পর্যটকরা প্রায়ই পোহাচ্ছেন নানা বিড়ম্বনা। প্রয়োজনীয় অবকাঠামোসহ সুযোগ-সুবিধার ব্যবস্থা করে এই চরগুলোকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় জনপ্রতিনিধি বলেন, ‘এসব চরকে যদি পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হয় তাহলে বদলে যাবে এ অঞ্চলের মানুষের ভাগ্য।’

চাঁদপুর পৌরসভার মেয়র নাছির উদ্দিন আহম্মেদ বলেন, ‘সরকার যদি এ চরগুলো পর্যটন স্পট করার উদ্যোগ গ্রহণ করেন তাহলে এ এলাকায় প্রচুর মানুষের সমাগম ঘটবে। এবং দেশের অর্থনীতিও লাভবান হবে।’

অপরূপ সৌন্দর্য্যমণ্ডিত এসব চরকে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা হবে এমনটাই আশা চাঁদপুরবাসীর।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৬, সোমবার
ডিএইচ

Leave a Reply