চাঁদপুর

চাঁদপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে চলচ্চিত্র প্রদর্শনী

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু করেছে জেলা তথ্য অফিস।

২৫ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পালবাজার গেট সংলগ্ন নতুন বাজার পুরান বাজার ব্রীজের অভিমুখে মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শনী করতে দেখা যায়। চলচ্চিত্র প্রদর্শনী চলাকালে সেখানে শহরের বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষ ভিড় জমিয়ে প্রদর্শিত চলচ্চিত্র উপভোগ করতে দেখা গেছে। আর এই চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে একদিকে যেমন মানুষ হারানো দিনের স্মৃতিগুলো ফিরে পেয়েছে অন্যদিকে এ প্রদর্শনীর মাধ্যমে মানুষ জেনেছে যুদ্ধের অজানা গল্প কথা।

চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের তত্ববধানে চাঁদপুরে জেলা তথ্য অফিসের আয়োজনে তিন দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু করা হয়েছে। প্রদর্শনীর প্রথম দিন বৃহস্পতিবার রাতে চাঁদপুর শহরের পাল বাজার এলাকায় এ চলচ্চিত্র প্রদর্শনী করা হয়। এরপর পর্যায়ক্রমে বাবুরহাট, চৌরাস্তা এবং পুরাণ বাজার মধুসূদন বিদ্যালয় মাঠে ও চলচ্চিত্র প্রদর্শনী করা হবে।

প্রতিবেদক:কবির হোসেন মিজি,২৫ মার্চ ২০২১

Share