ডেমোক্রিসি ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ফলোবৃন্দের আয়োজনে চাঁদপুরে স্থানীয় সমস্যা চিহ্নিতকরণে কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। ২৮ জুলাই সোমবার সকালে চাঁদপুর প্রেসক্লাবের নিচতলায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে চাঁদপুরের ছাত্র নেতা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও তরুনরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যাফ চাঁদপুরের সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী।
ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আবুল বাশারের পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন চাঁদপুর পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মো. মামুন খান, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. মাহমুদুল হাসান, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি মো. জিসান আহমেদ, জাতীয় যুবশক্তি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ইসরাত জাহান বিন্দুসহ আরো অনেকে।
অনুষ্ঠানে চাঁদপুর শহরের প্রধান প্রধান সমস্যা এবং এর সমাধানে ব্যাপক আলোচনা করা হয়।
বক্তারা বলেন, চাঁদপুর পৌর এলাকায় প্রধান সমস্যা হচ্ছে যানজট। অপরিকল্পিত যানবাহনের সংখ্যা বৃদ্ধি, ব্যাটারি ও সিএনজি চালিত অতিরিক্ত অটোরিক্সা শহরের মধ্যস্থলে বাস ও ট্রাক টার্মিনাল স্থাপন, পর্যাপ্ত সংখ্যক ট্রাফিক পুলিশের অভাব, অদক্ষ ড্রাইভিং, ট্রাফিক আইন অমান্য করা, অপ্রসস্ত সড়ক, হকারদেও ফুটপাত দখল বিভিন্ন কারনে যানজটের সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষ স্বাভাবিক যাতায়াতজনিত জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
এছাড়াও চাঁদপুর শহরের খেলার মাঠগুলো বেদখল হয়ে যাচ্ছে। পাশাপাশি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে কর্তৃপক্ষরা খেলাধুলা করতে দিচ্ছে না। এসব মাঠ শিক্ষার্থী সহ যুব সমাজকে খেলার জন্য উন্মুক্ত করে দেওয়া উচিত।
স্টাফ রিপোর্টার, ২৮ জুলাই ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur