Home / চাঁদপুর / চাঁদপুরে স্থগিত হওয়া ৪ ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ
চাঁদপুরে স্থগিত হওয়া ৪ ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ

চাঁদপুরে স্থগিত হওয়া ৪ ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ

চাঁদপুরে স্থগিত হওয়া ৪ ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে শনিবার (১৭ জুলাই) জেলা নির্বাচন কমিশন অফিস বিষয়টি জানিয়েছে। তবে জেলা নির্বাচন কর্মকর্তার বক্তব্যে বিষয়টি সম্ভাবনা হিসেবে দেখানো হয়েছে।

আরোও জানায়, চাঁদপুর জেলায় ও সকল উপজেলা পরিষদ গুলোতে পর্যায়ক্রমে ৬ষ্ঠা ধাপে নির্বাচন সম্পন্ন হয়েছে। অনেক গুলোর শপথ ইতোমধ্যে হয়ে গেছে।

শুধুমাত্র চাঁদপুর সদরের ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন, ৯ নং বালিয়া ইউনিয়ন, মতলব দক্ষিণ ৪নং নারায়নপুর, ৩ নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের নির্বাচন বিভিন্ন জটিলতার কারণে স্থগিত রাখা হয়।

এ সকল ইউনিয়নে আগামি ২৭ আগস্ট নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনকে ঘিরে এখনই প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা শুরু করছেন। নির্ধারিত সময়ে স্থগিত হওয়া ইউপি নির্বাচন সম্পন হবে বলে আশা করা যাচ্ছে।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকতা আতাউর রহমান চাঁদপুর টাইমসকে জানান, ‘এ সংক্রান্ত কোনো চিঠি এখনও পাইনি। তবে ২৭ আগস্ট নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে, চিঠি আগামী সপ্তাহে পাবো।’

চাঁদপুরে স্থগিত হওয়া ৪ ইউপি নির্বাচনের তারিখ নির্ধারণ

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক

Leave a Reply