চাঁদপুর

চাঁদপুরে স্থগিত কেন্দ্রসহ ৬ ইউপির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন

প্রশাসনের কঠোর অবস্থানে সোমবার (৩১ অক্টোবর ) শান্তিপূর্ণ পরিবেশে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনার মধ্যদিয়ে চাঁদপুর সদর উপজেলার স্থগিত কেন্দ্রসহ জেলার ৬ ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে।

সার্বিক পরিস্থিতি দেখার জন্যে সকালেই ভোট কেন্দ্র পরিদর্শন করেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল ও পুলিশ সুপার শামসুন্নাহার।

ভোটগ্রহণ শুরু হওয়ার পর সকাল ৯ টায় জনৈক যুবলীগ নেতা কর্তৃক ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনায় বালিয়ার একটি কেন্দ্রে সাময়িক ভোট গ্রহণ স্থগিত থাকলেও আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে ২০ মিনিটের মধ্যে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়।

দিনভর ইউনিয়ন গুলো ঘুরে দেখা গেছে, সোমবার সকাল ৮টা থেকে নারী-পুরুষ লাইনে দাঁড়িয়ে তাদের পছন্দের প্রার্থীকে গোপন ব্যালটের মাধ্যমে ভোট দেন। উপস্থিত ভোটারদের মধ্যে বিপুল সংখ্যক নারী ভোটারের উপস্থিতি ছিলো লক্ষণীয়। একই পরিস্থিতিতে সদ্য অনুষ্ঠিত ইউপি নির্বাচন সময়ে ভোটগ্রহণ বন্ধ থাকা ৪ ইউনিয়নের ৬টি ভোট কেন্দ্রও।

নির্বাচান অফিস সূত্রে জানা যায়, বালিয়া ইউনিয়নে ৯ ওয়ার্ডে ভোটার ২২ হাজার ৫শ’ ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ৯শ’ ২৮জন ও মহিলা ভোটার ১০ হাজার ৬শ’ ৫৩ জন। ৯ কেন্দ্রের বুথ রয়েছে ৬৪ টি।

চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. তাজুল ইসলাম মিয়াজী ( নৌকা),বিএনপি সমর্থিত হাফিজুর রহমান ঢালী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত আ.রহমান গাজী (হাতপাখা), ইসলামী ফ্রন্ট সমথিত প্রার্থী মো. আতিকুর রহমান (মোমবাতি) এবং স্বতন্ত্র প্রার্থী মো. ইউসুফ আলী মাঝি (আনারস) প্রতীক নিয়ে লড়েছেন ।

ভোটগ্রহণ স্থগিত হওয়া ৬ ভোট কেন্দ্রের মধ্যে রামপুর ইউনিয়নের ৪ ও ৮নং ওয়ার্ড। এ দু’টি ওয়ার্ডের ভোটার ৩ হাজার ৩শ’ ৬৮জন। মৈশাদী ইউনিয়নের ৯নং ওয়ার্ড। এখানে ভোটার ১ হাজার ২শ’ ৯৮ জন।

কল্যাণপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ভোটার ১ হাজার ৪শ’ ৯০ জন। চান্দ্রার ৪ও ৭নং ওয়ার্ড। এখানে ভোটার ৪ হাজার ৭শ’ ৪৪ জন।
: আপডেট, বাংলাদেশ সময় ৬:১৫ পিএম, ৩১ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- আশিক বিন রহিম
Share