Sunday, April 12, 2015 08:28:32 PM
আশিক বিন রহিম :
যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আলাউদ্দিন (৩৫) কে আটক করেছে মডেল থানা পুলিশ।
রোববার বিকেলে চাঁদপুর মডেল থানার এসআই ওমর ফারুক তাকে শহরের বড়স্টেশন এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত পাঁচ বছর পূর্বে শাহমাহমুদপুর এলাকার মোশারফ উদ্দিন তালুকদারের ছেলে আলাউদ্দিনের সাথে পুরাণবাজার পূর্ব জাফরাবাদ ঢালী বাড়ির ইব্রাহিম ঢালীর মেয়ে রাণী আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই আলাউদ্দিন তার শশুরের কাছে যৌতুক দাবি করে স্ত্রীকে নির্যাতন করতো এই অভিযোগ এনে স্ত্রী রাণী বেগম বাদী হয়ে চাঁদপুর কোর্টে যৌতুক মামলা দায়ের করে। সে মামলায় আদালতে হাজিরা না দেয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে।
চাঁদপুর টাইমস : এমআরআর/এবিআর/২০১৫
নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes