উপজেলা সংবাদ

চাঁদপুরে স্ত্রীর পরকীয়া : স্বামীর টাকা নিয়ে ৪ সন্তান রেখে উধাও

‎Sunday, ‎19 ‎April, ‎2015  08:38:31 PM

স্টাফ করেসপন্ডেন্ট :

চাঁদপুরে স্বামীর টাকা নিয়ে ৪ সন্তান রেখে পলাতন দু মাস পর স্বামীকে তালাক প্রদান করার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলাধীন হাজীগঞ্জ উপজেলা টোরাঘর গ্রামে।

হাজীগঞ্জ উপজেলায় টোরাঘর গ্রামের মৃত আমিন মিয়ার ছেলে আঃ করিম (৪২) সূত্রে জানা যায়, চাঁদপুর জেলাধীন মতলব দক্ষিণ উপজেলা ঘোড়াধারা গ্রামের হাজী কামিজ আলী মুন্সি বাড়ি (পুরান বাড়ি) লোকমান হোসেনের মেয়ে তাসলিমা আক্তারের সাথে ১৯৯৮ সালে পারিবারিকভাবে বিবাহ হয়। বিবাহের পর তাদের দাম্পত্য জীবনে ৪টি সন্তান জন্ম নেয়। রাকিব (১৫), সাকিব (১৩), বিথি (১১), শাহাদাত (৭) নিয়ে সুখে ঘর সংসার কাটছিল। জীবনকে পরিপূর্ণভাবে সাজাতে চট্টগ্রামে চাকুরি করার জন্য তাদের সপরিবার নিয়ে যায়। সেখানে স্ত্রী তাসলিমা আক্তার অন্য এক ছেলের সাথে পরকিয়া প্রেমে লিপ্ত হয়।

স্বামী আঃ করিম তার জায়গা সম্পত্তি বিক্রি করে সাড়ে ৪ লক্ষ টাকা সিএনজি কিনার জন্য চট্রগ্রামে নেওয়ার পর স্ত্রীর কাছে টাকাগুলো জমা রাখে। স্ত্রী উক্ত টাকা হাতিয়ে নিয়ে ৪ সন্তান রেখে পরকিয়া প্রেমিকের হাত ধরে চলে যায়। এর দুই মাস পর গত ১২/২/২০১৫ তারিখে চট্টগ্রাম নোটারী পাবলিকের মাধ্যমে স্বামীকে তালাক দেয়।

তিনি আরো জানান, আমার স্ত্রী দুশ্চরিত্রা একজন মহিলা। সে দিনের পর দিন অসামাজিক কাজের সাথে জড়িত থাকলে আমি তাকে ভাল করার চেষ্টা করলে সে বিভিন্ন ভাষায় গালমন্দ করে অন্য ছেলের সাথে চলে যায়।

এ ব্যাপারে মতলব দক্ষিন উপজেলার ৬নং উপাধি (দক্ষিণ) ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ জাকির হোসেনের সাথে কথা বললে তিনি বলেন, তাদের পারিবারিক বিভিন্ন সমস্যা ও মেয়েটির চরিত্র খারাপ বলে বাড়ির কেউ এ নিয়ে প্রতিরোধ করলে তাদের সাথে খারাপ আচরণ করে। শুধু তাই নয় এলাকার মধ্যে এ ধরনের মহিলাদের কারণে অন্য ১০টি মেয়ে খারাপ হয়ে যায়। তার বিরুদ্ধে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নিলে এলাকার মানুষের সামাজিকতা ফিরে আসবে।

চাঁদপুর টাইমস : এমআরআর/এএইচ/২০১৫

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিনhttps://www.facebook.com/chandpurtimesonline/likes

Share