রাগ করে বাপের বাড়িতে চলে যাওয়া স্ত্রীকে ফেরাতে ব্যর্থ হয়ে বিষপান করে আত্মহত্যা করেছেন এক এক স্বামী। ৫ আগস্ট মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার সাহেব বাজার বাঁশতলী এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহতের নাম সাদ্দাম গাজী (৩৫)। তিনি সাহেববাজার বাঁশতলী গ্রামের মৃত খাজা আহমেদের ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে পারিবারিক কলহের জেরে সাদ্দাম গাজীর স্ত্রী রাগারাগি করে ঘরে তালা মেরে তার বাপের বাড়ি চলে যান। এরপর থেকে স্ত্রীকে নিজ ঘরে ফেরার অনুরোধে বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যান সাদ্দাম। এ নিয়ে তিনি স্থানীয় কয়েকজন মেম্বারের সাথেও যোগাযোগ করেন। পাশাপাশি স্ত্রীর সাথেও একাধিকবার যোগাযোগ করেন তিনি। তবে স্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, তিনি আর ফিরে আসবেন না। এই খবরে ভেঙে পড়েন সাদ্দাম।
পরে মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে নিজ বাড়ি গাজী বাড়িতে বিষপান করেন তিনি। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
স্থানীয়দের অভিযোগ, পারিবারিক সমস্যার স্থায়ী সমাধান না হওয়া, স্ত্রীর সুনির্দিষ্ট প্রত্যাখ্যান এবং সামাজিক মানসিক চাপের কারণেই সাদ্দাম এই চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
এদিকে খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরুতহাল তৈরি শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠান। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/ ৫ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur