চাঁদপুরে স্টিমার থেকে অজ্ঞান পার্টির সদস্য আটক

‎Tuesday, ‎April ‎21, ‎2015 10:19:39 PM

আশিক বিন রহিম/ শরীফুল ইসলাম :

স্টিমারে যাত্রীকে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করার অভিযোগে দেলোয়ার হোসেন নামের অজ্ঞান পার্টির সদস্যকে আটক করেছে নৌ-পুলিশ। আটক দেলোয়ার হোসেন ফরিদগঞ্জের আলুনিয়া গ্রামের নূরুল হকের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টায় ঢাকা থেকে ছেড়ে আসা স্টিমার লেফসা চাঁদপুর আসার পথে রাত অজ্ঞান পার্টির ওই সদস্য এক যাত্রীকে খাবার পানির সাথে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে আচেতন করে। এসময় পাশের যাত্রীরা বিষয়টি টের পেরে দেলোয়ার হোসেনকে হাতেনাতে আটক করে স্টিমারে থাকা পুলিশের কাছে সোপর্দ করে। পরে স্টিমার চাঁদপুর ঘাটে আসলে নৌ-পুলিশ তাকে আটক করে চাঁদপুর মডেল থানায় প্রেরণ করে।

চাঁদপুর টাইমস : এমআরআর/এসআই/২০১৫

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes