চাঁদপুরে স্কুল ছাত্রীকে কুপ্রস্তাব : প্রতিবাদে ভাইয়ের ওপর হামলা, আহত ৬

চাঁদপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের শিলন্দিয়া ছৈয়াল বাড়ির সামনে বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইসহ ৬ জনকে মেরে আহত করার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল ৭ টায়।

জানা যায়, চাঁদপুর ছৈয়াল বাড়ির সামনে মিজান ছৈয়ালের মেয়ে তানিয়া আক্তার (১৬) বাসা থেকে স্কুলে প্রাইভেট পড়ার জন্য গেলে রাস্তায় দাঁড়িয়ে করিয়ে বিভিন্ন কু-প্রস্তাব দেয় ওই এলাকার সাবু গাজীর ছেলে ভুট্টো গাজী (৩২)।

এ ঘটনা সাথে সাথে বাড়িতে এসে ওই ছাত্রী তার বাবাকে জানালে তার বড় ভাই জুয়েল ছৈয়াল (১৯) ও বাবা মিজান ছৈয়াল ভুট্টো গাজীকে জিজ্ঞাসা করতে গেলে তাদের ওপর ভুট্টো গাজী (৩২), রুস্তম গাজী (৩৬), মোস্তফা গাজী (৪০), খোরশেদ গাজী (৩০)সহ অনেকে মিলে বাঁশ ও লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মাথা ফেটে রক্ত ক্ষরণ হয়ে মাটিতে পড়ে যায়।

পরে তারা জুয়েলের নানী পারুল বেগম (৬৫), চাচাতো বোন রেখা আক্তার (১৫) ও মাকেও বেদম প্রহার করে আহত করে।

আহতদের চিকিৎসার জন্যে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে ইভটিজিংয়ের শিকার তানিয়া আক্তারের সাথে আলাপকালে সে চাঁদপুর টাইমসকে জানায়, দীর্ঘদিন সাবু গাজীর ছেলে ভুট্টো গাজী আমাকে স্কুলে আসা-যাওয়ার পথে কু-প্রস্তাব দেয়। আসলে সে একজন মাদকসেবী। তার ভয়ে ঠিক মতো স্কুলে ও কোনো জায়গায় চলাচল করতে পারি না।

এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে।

মো. জাবেদ হোসেন, ক্রাইম রিপোর্টার

 

|| আপডেট: ০৬:৫৩ পিএম, ১৯ জানুয়ারি ২০১৬, মঙ্গলবার

এমআরআর

Share