সিনিয়র-জুনিয়র ইস্যুতে চাঁদপুর আক্কাছ আলী স্কুলের নবম শ্রেণির ছাত্র নাজমুল শিকদারকে ছুরিকাঘাত করেছে একদল দুর্বৃত্ত।
সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে স্কুল ছাত্রের ওপর দেশিয় চাপাতি ও দারালো অস্ত্র নিয়ে স্কুল সংলগ্ন মসজিদের সামনে নাজমুলের ওপর এ হামলা চালায়।
দুর্বৃত্তরা নাজমুলের ডান হাতে চাপাতি দিয়ে বেশ ক’টি কোপ মারে । রক্তাক্ত অবস্থায় স্কুল ড্রেস নিয়ে সে মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় লোকজন ও তার পরিবারের লোকজন তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করায়। বর্তমানে গুরুত্বর আহত অবস্থায় চাঁদপুর সরকারী জেনারেল হাসাপাতালের ২য়তলায় চিকিস্যাধীন অবস্থায় রয়েছে।
হাসপাতালে চিকিস্যাধীন নাজমুল জানায় যে শহরের যমুনা রোড ও টিলা বাড়ির এলাকার ইয়াসিন, আশিক ও আসিফের সাথে নাজমুলের বন্দু দীপুর কথা কাটাাকাটি হয়। এর সূত্র ধরেই গতকাল সে দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ওই যুবকরা তার উপর হামলা চালায়। কোন কিছু জিজ্ঞাসা করার আগেই ওই যুবকরা তাকে দেশীয় অস্ত্র-সন্ত্র দিয়ে আঘাত করে ।
এতে অনেক রক্তক্ষরণ হলে সে মাটিতে লুটিয়ে পড়ে যায়। তার পরিবারের পক্ষ থেকে এ ঘটনাটি মডেল থানা পুলিশকে অবহিত করেছেন ।
বিদ্যালয়ের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আবু নঈম পাটওয়ারী দুলাল জানান, যে এটা কোন ছাত্রের জন্য কাম্য নয়। ছাত্ররা লেখাপড়া করবে । এ ঘটনা যারা ঘটিয়েছে তাদের শাস্তি কামনা করি ।
স্টাফ করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur