চাঁদপুর

চাঁদপুরে স্কুলছাত্রীর রহস্যজনক আত্মহত্যা

চাঁদপুরে সদর উপজেলার বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পিংকী রাণী দাসের রহস্যজনক আত্মহত্যার খবর পাওয়া গেছে। বুধবার (৩০ আগস্ট) উপজেলার দাসীদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত পিংকি রাণী বাবুরহাট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী ও ওই গ্রামের রতন চন্দ্র দাসের কন্যা।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আসিবুল আহসান চৌধুরী চাঁদপুর টাইমসকে জানান, ‘মেয়েটির পরিবার পেটের ব্যাথা ও গলা ব্যাথার কথা বলে হাসপাতালে ভর্তি করায়, কিন্তু পরীক্ষা করতে গিয়ে তাদের বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি, আমরা দেখতে পাই, মেয়েটির গলার ফাঁস দেয়ার দাগ রয়েছে। পরে তারা বলে মেয়েটি ঘরের আড়ার সাথে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেয়।’

এদিকে পরিবারের পক্ষ থেকে পিংকির মৃত্যুর কারণ গোপন করে চিকিৎসকের কাছে অসুস্থতার কথা বলে হাসপাতালে ভর্তি করায় মৃত্যুটি রহস্যজনক মনে করছেন অনেকে। হাসপাতাল কর্তৃপক্ষ পরে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে চাঁপদুর মডেল থানার উপ-পরিদশর্ক (এসআই) মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।

চাঁদপুর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) এমএ রউফ চাঁদপুর টাইমসকে জানান, ‘চাঁদপুর সরকারি হাসপাতাল থেকে আমাদেরকে একটি অপমৃত্যুর খবর দেয়া হয়, আমরা লাশ থানায় নিয়ে যাই, ময়নাতদন্তের পর মৃত্যুর রহস্য জানা যাবে।’

আত্মহত্যার ঘটনার বিবরণ দিয়ে পিংকির মা সবিতা রাণী দাস চাঁদপুর টাইমসকে জানান, ‘সকাল ৭ টার দিকে নাস্তা বানিয়ে পিংকিকে ডাকতে গিয়ে দেখেন, ঘরের আড়ার সাথে পিংকি ঝুলতেছে, জীবিত আছে মনে করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান।’
পিংকির ভাই জীবন চন্দ্র দাস চাঁদপুর টাইমসকে জানান, ‘পিংকি দীর্ঘদিন ধরে পেটে পীড়া ভুগতেছিলেন, অনেক চেষ্টা করেও তাকে সুস্থ করা যায়নি, তাই সে পেটের যন্ত্রণায় আত্মহত্যার পথ বেছ নিয়েছে।’

প্রতিবেদক- কবির হোসেন মিজি
: আপডেট, বাংলাদেশ ৯: ০০ পিএম, ৩০ আগস্ট ২০১৭, বুধবার
ডিএইচ

Share