চাঁদপুরে স্কলার যুব অর্গানাইজেশনের আয়োজনে হাঁস মুরগি পালন প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে সনদপত্র ও সম্মানী প্রদান করা হয়েছে। চাঁদপুর শহরের মিশন রোড এলাকার জারা হাউজে স্কলার যুব অর্গানাইজেশনের প্রধান কার্যালয়ে এ আয়োজন করা হয়। চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের পৃষ্ঠপোষকতায় প্রশিক্ষনার্থীরা কোর্সে অংশগ্রহণ করেন।
এবারের প্রতিপাদ্য ছিল দক্ষ যুব গরবে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই স্লোগানকে সামনে রেখে স্কলার যুব অর্গানাইজেশনের স্থানীয় যুবক এবং যুবতীদের দক্ষ করে গড়ে তুলতে উদ্যোক্তা ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১২ টি ট্রেড কোর্স চালু করেছে। চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় সনদপত্র ও সমাপনী বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনির হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দলিল উদ্দিন, স্কলার যুব অর্গানাইজেশনের নির্বাহী পরিচালক বিএম হাসানসহ অন্যান্যরা।
নিজস্ব প্রতিবেদক, ১৫ জানুয়ারি ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur