চাঁদপুর জেলাজুড়ে গত মাসে (সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত ১৫৬টি অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য উপস্থাপন করেন চাঁদপুরে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা ক্যাপ্টেন আশিক।
সভায় জানানো হয়, সেনাবাহিনীর এসব অভিযানে ১টি গ্রেনেড, ২৬টি দেশীয় অস্ত্র, প্রায় সাত কেজি গাঁজা এবং পাঁচ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন মণ্ডপে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
ক্যাপ্টেন আশিক সভায় বলেন, “দুর্গাপূজায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী মাঠে কাজ করেছে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্ববোধ নিয়ে। জনগণের নিরাপত্তাই আমাদের মূল অঙ্গীকার।”
জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
চাঁদপুর জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সামগ্রিকভাবে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক রয়েছে, যা সেনা, পুলিশ, র্যাব ও প্রশাসনের যৌথ প্রচেষ্টার ফলাফল।
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব/
১৩ অক্টোবর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur