চাঁদপুরে সেনগাঁও বাউবিতে শোক দিবসের কর্মসূচি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এদিনে একাত্তরের পরাজিত ঘাতক চক্র বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের ১৭ জন সদস্যকে নির্মমভাবে হত্যা করে।

এদিনটি বাঙালি জাতি জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছে। দিবসটি যথাযথ মর্যাদার সাথে উদ্যাপন করার লক্ষ্যে চাঁদপুর সদরের সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ৪৮তম সাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবসের বিবিধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ।

কর্মসূচির মধ্যে রয়েছে : প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধ-নমিতভাবে উত্তোলন, কালোব্যাচ ধারন , সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ,সকাল সাড়ে ৯ টায় র‌্যালি শেষে নিজ প্রতিষ্ঠানে বেলা সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক আলোচনা ও রচনা, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার বিতরণ।

প্রতিষ্ঠানের সকল শিক্ষক,ছাত্র ও ম্যানেজিং কমিটির সদস্যগণ উপস্থিত থাকবে বলে জানা গেছে ।

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৩

Share