চাঁদপুর জেলা পরিষদ ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চাঁদপুর ইউনিটের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের পাশে থাকা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বিশেষ করে প্রতিবন্ধী ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো থাকা বেশি প্রয়োজন। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও তাদের সহযোগিতা করার উপর গুরুত্বারোপ করা হয়েছে। আমাদের সামাজিক দায়বদ্ধতাও। সেই দায়বদ্ধতা থেকেই এসব শিশুদের পাশে দাঁড়িয়েছে চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটি।’
বৃহস্পতিবার সকালে চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের উদ্যোগে সরকারি শিশু পরিবার ও বাক-প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট সেক্রেটারি এম এ মাসুদ ভূঁইয়া। ইউনিট অফিসার সৈয়দ আফ্রিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখে জেলা সমাজসেবা বিভাগের উপ-পরিচালক রজত শুভ্র, সরকারি শিশু পরিবারের সুপার ফারহানা আমিন, চাঁদপুর রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যকরী কমিটির সদস্য আবু নাছের বাচ্চু পাটওয়ারী ও রেহেনা আক্তার তৌহিদা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর যুব রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যবৃন্দ।
স্টাফ করেসপন্ডেট
২৭ জানুয়ারি,২০১৯
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur