চাঁদপুরে সুবিধাবঞ্চিতদের জন্য ১০ টাকায় ইফতার

পবিত্র মাহে রমজানে ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে ১০ টাকায় ইফতার দিয়েছে চাঁদপুরের উদিয়মান তরুণদের সংগঠন ‘আলোকিত প্রজন্ম’। সংগঠনটির উদ্যোগে গত ২৮ ও ২৯ মার্চ (দুইদিন) ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের মাঝে মাত্র ১০টাকায় রান্না করা এ ইফতারি তুলে দেয়া হয়।

২৯ মার্চ শুক্রবার শহরের বাসস্টেশন এলাকায় এ মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন ‘আলোকিত প্রজন্ম’ সংগঠনের উপদেষ্টা ও চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল।

তিনি বলেন, আলোকিত প্রজন্মের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানায়। অসহায় মানুষের অনেকের ইচ্ছা থাকে নিজের টাকায় কিনে ইফতার করা। আলোকিত প্রজন্মের এই উদ্যোগের ফলে দরিদ্র মানুষগুলো তাদের ইচ্ছা পূরণ করতে পেরেছে। আমি সব সময় এইসব আয়োজনগুলার পাশে আছি এবং ভবিষ্যৎ ও থাকবো।এই উদ্যোগেটি যেনো প্রত্যেক বছর হয়। চাঁদপুর পৌরসভা সব সময় আলোকিত প্রজন্মের পাশে আছে।

এর আগে ২৮ মার্চ চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ মাঠে একইভাবে ১০টাকায় ইফতার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, আলোকিত প্রজন্ম সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আবরার ইসলাম আরিয়ান, বর্তমান সভাপতি তোহা আপন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সাইমনসহ সংগঠনের অনন্যা সদস্যবৃন্দ।

সংগঠন প্রতিষ্ঠাতা ও আবরার ইসলাম আরিয়ান বলেন, এই আয়োজন করতে সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই চাঁদপুরবাসী ও চাঁদপুর পৌরসভাকে। আমাদের এই আয়োজন করার মূল লক্ষ্য হচ্ছে, অনেক দরিদ্র মানুষ আছেন ইচ্ছে থাকলেও তারা উন্নত ইফতার কিনে খেতে পারেন না। এ নিয়ে তাদের মনে চাপা কষ্ট থেকে যায়।

সেই মানুষদের ইচ্ছা পূরণ করতে আলোকিত প্রজন্ম সংগঠনের এই ১০ টাকায় ইফতার কর্মসূচি গ্রহণ করেছেন। আমাদের এই কর্মসূচির মাধ্যমে ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ নিজের টাকায় ইফতার কিনে আনন্দে বাড়ি ফিরেছেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ৩০ মার্চ ২০২৪

Share