চাঁদপুর

চাঁদপুরে সুন্নী মহাসম্মেলনে ওয়াজ, মিলাদ ও জিকিরের মাহফিল

সুন্নী মহা সম্মেলনে ওয়াজ মিলাদ ও জিকিরের মাহফিল ২০ নভেম্বর (শুক্রবার) চাঁদপুর পৌর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।

বাদ আছর অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাইজভান্ডার দরবার শরীফের শায়খুল ইসলাম, নবী বংশের ৩০ তম আওলাদ আলহাজ্ব শাহসূফী মাওলানা সৈয়দ মইনুদ্দীন আহমদ।

আনজুমানে রহমানিয়া মাইনীয়া মাইজভান্ডারীয়া কেন্দ্রীয় পরিষদের সভাপতি সৈয়দ সাইফুদ্দীন আহমদ-এর সভাপতিত্বে ও মো. কবির গাজীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন মুফতিয়ে আহলে সুন্নাহ আলহাজ্ব মাওলানা নুরুল ইসলাম জামালপুরী।

ওলামায় কেরামের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লার বুড়িচং ঘিলাতলী দরবার শরীফের পীরজাদা মাজভান্ডারী মুফতিয়ে আহলে সুন্নাহ আল্লামা বাকী বিল্লাহ আল আযহারী, চাঁদপুরের মাইজভান্ডারী খলিফায়ে গাউছুল আজম আলহাজ্ব রুহুল আমিন ভূঁইয়া, গাছতলা দরবার শরীফের পীরজাদা খাজা জুবায়ের, শাহরাস্তির মাইজভান্ডারী খাদেম হাফেজ খাজা বাহার উদ্দিন, হযরত মাওলানা মিজানুর রহমান।

ব্যবস্থাপনায় ছিলেন আনজুমান রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া চাঁদপুর শাখা আশেকবৃন্দ।

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট

 

||আপডেট: ০৯:৪২ পিএম, ২১ নভেম্বর ২০১৫, শনিবার

এমআরআর

Share