চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী, স্ত্রী, সন্তানসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় উপজেলার ২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর পশ্চিমপাড়া গ্রামের সেলিম মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত হলেন, কামরুজ্জামানুজ্জামান (৫০), তার স্ত্রী রহিমা বেগম (৪০), মেয়ে ফাহিমা আক্তার (১৮) ও শিশু সন্তান ফারিয়া (১৩)।
চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে আহত কামরুজ্জামানের স্ত্রী রহিমা বেগম রাতে রান্না করার জন্য ঘরে থাকা গ্যাস সিলিন্ডারের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে তাদের ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
এ সময় আগুনে কামরুজ্জামান এবং তার স্ত্রী রহিমা বেগম, মেয়ে ফাহিমা আক্তার ও শিশু সন্তান ফারিয়ার শরীর ঝলসে গিয়ে গুরুতর অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল (সদর) হাসপাতালে নিয়ে যান। তাদের গুরুত্ব অবস্থা দেখে হাসপাতালের চিকিৎসক প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তাদেরকে ঢাকায় রেফার করেন।
করেসপন্ডেন্ট
২৪ মে ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur