চাঁদপুরে সিএনজি চালকের লাশ উদ্ধারের ঘটনায় আটক ২

চাঁদপুর পুরাণবাজার মধ্য শ্রীরামদীতে থেকে সুমন (২২) নামের সিএনজি স্কুটার চালকের লাশ উদ্ধারের ঘটনায় চাঁদপুর মডেল থানায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের ও দু’জনকে আটক করা হয়েছে।

নিহত সুমনের বাবা দিনমজুর আয়ুব আলী সিকদার বাদী হয়ে চাঁদপুর মডেল থানায় মামলা দায়ের করেন।

এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য মধ্য শ্রীরামদীর বউ বাজার এলাকার ফজল বেপারী (৫৫) ও তার স্ত্রী হোসনে আরা বেগম (৪৫) কে আটক করে। পরে তাদের ছেড়ে দেয়া হয় বলে জানা গেছে।

এ ব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ‘৩০২ ও ৩৪ ধারায় সুমনের বাবা বেশ কিছু অজ্ঞাত আসামী করে থানায় মামলা দায়ের করে। মামলার সুষ্টু তদন্তের স¦ার্থে আমরা লাশ উদ্ধারের ঘটনাস্থলের আশে পাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করছি। প্রয়োজনে আরো করা হবে। এ ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।’

নিহত সুমনের বাবা আইয়ুব আলী সিকদার ন্যায় বিচার পেতে পুলিশ সুপার ও পৌর মেয়রের দৃষ্টি কামনা করেছেন।

তিনি জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে আইনের মাধ্যমে দৃষ্টান্ত মূলক শাস্তি চান।

প্রসঙ্গত, ১১ জুলাই সকালে খবর পেয়ে পুরাণবাজার ফাঁড়ির পুলিশের সহযোগিতায় চাঁদপুর মডেল থানার পুলিশ মধ্য শ্রীরামদী থেকে স্কুটার চালক সুমনের লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসে।

স্টাফ করেসপন্ডেন্ট : আপডেট, বাংলাদেশ সময় ১১:০০ পিএম, ১২ জুলাই ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Share