Home / চাঁদপুর / ‘চাঁদপুরে সিএনজি অটোরিক্সার লাইসেন্স আর দেয়া হবে না’
'চাঁদপুরে সিএনজি অটোরিক্সার লাইসেন্স আর দেয়া হবে না'

‘চাঁদপুরে সিএনজি অটোরিক্সার লাইসেন্স আর দেয়া হবে না’

চাঁদপুরে সিএনজির আর কোন লাইসেন্স দেওয়া হবে না। জেলার কোন গাড়ি লাইসেন্স বিহীন থাকবে না। রাত ৮ টার আগে কোন ট্রাক্টর শহরে চলাচল করতে পারবে না। চাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সভায় সভাপতির বক্তেব্যে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দেশের অন্যান্য জেলার চেয়ে চাঁদপুরে ইলিশ রক্ষায় বিশেষ কাজ করেছে। সামনে জাটকা অভিযান আসছে। এতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রশাসক আরো বলেন, আমাকে বিদ্যুৎ বিভাগ বলেছেন ২৪ ও ২৭ তারিখ দুই দিন চাঁদপুরে বিদ্যুৎ থাকবে না। তাই বুধবার বিদ্যুৎ ছিলনা। একটু বেশি সময়ে লোড শেডিং হলেও দুই দিনের কাজ এক দিনে শেষ হয়েছে।

মাদক বিষয়ে তিনি বলেন, যারা মাদক সেবন করে তাদেরকে মাদক ব্যবসায়ীদের প্রতি ধরার খেয়াল রাখতে হবে। জনপ্রতিনিধি পুলিশ বিভাগসহ সকল প্রতিষ্ঠানকে মাদক ব্যবসায়ীদের ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা ধরিয়ে দিবেন তাদের পরিচয় গোপন রাখা হবে।
ইউপি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সামনে ইউপি নির্বাচন। নির্বাচনকে ঘিরে ব্যপক নিরাপত্তা গ্রহণ করা হবে। নির্বাচন অবাধ সুষ্ঠ হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমীর আবদুল্লাহ মো. মঞ্জুরুল করিমের পরিচালনায় বক্তব্য রাখেন, সিভিল সার্জেন রথিন্দ্রনাথ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ এস এম দেলওয়ার হোসেন, হাজীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সামিউল মাসুদ, ছেঙ্গারচর পৌরসভার মেয়র জজ মিয়া, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ওসমান গণি পাটওয়ারী, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযুদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহম্মেদ ভূঁইয়া, এ এস পির হেড কোয়াটার নজরুল ইসলাম, এ এস পির সার্কেল হাজীগঞ্জ মোহাম্মদ হানিফ, জেলা মুক্তিযোদ্ধার কমান্ডার এম এ ওয়াদুদ, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশিদুল ইসলাম, হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তা এস এম সরওয়ার করিম সহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

 : আপডেট ৩:৩২ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬,  বৃহস্পতিবার

ডিএইচ

আনোয়ারুল হক, স্টাফ করেসপন্ডেন্ট