চাঁদপুর পৌরসভা নিয়োগপ্রাপ্ত ইজারাদার কর্তৃক সিএনজি অটোরিকশা থেকে টোল আদায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে মালিক ও চালকরা। একই সাথে টোল আদায় বন্ধের দাবিতে চাঁদপুর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার সকালে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভে অংশ নেওয়া সিএনজি-অটোরিকশা চালক ও মালিকরা জানান, চাঁদপুর পৌরসভা এখনো সিএনজি অটোরিকশার জন্য নির্ধারিত কোনো টার্মিনাল নির্মাণ করেনি। কিন্তু তার আগেই পৌরসভার ইজারাদারদের মাধ্যমে জোরপূর্বক টোল আদায় করা হচ্ছে, যা সম্পূর্ণ অনৈতিক ও অবৈধ।
সিএনজি মালিক সমিতির এক নেতা বলেন, “আমাদের বলা হয়েছিল নির্ধারিত টার্মিনাল করে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত কিছুই হয়নি। বরং এখন পৌরসভার ইজারাদাররা বিভিন্ন স্থানে দাঁড়িয়ে সিএনজি থেকে টাকা আদায় করছে। যা আমাদের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। এর পাশাপাশি চালকরা প্রতিদিন তাদের রোজগারের একটা বড় অংশ হারাচ্ছেন।
বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ চালক ও মালিকরা চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের বরাবর একটি স্মারকলিপি পেশ করা হয়। এতে অবিলম্বে টোল আদায় বন্ধ, নির্ধারিত টার্মিনাল স্থাপন এবং সিএনজি চালকদের জন্য নিয়মতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৫ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur