উপজেলা সংবাদ

চাঁদপুরে সিঁড়ি থেকে পড়ে বৃদ্ধ নিহত

শরীফুল ইসলাম | আপডেট: ০৬:৩১ অপরাহ্ণ, ০৩ আগস্ট ২০১৫, সোমবার

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুরে ঘরের পাটাতন থেকে মালামাল নামাতে গিয়ে সিঁড়ি থেকে ‘পা’ পিচলে মো. জামাল খান (৭০) এর মৃত্যু হয়েছে। সে লক্ষ্মীপুর খান বাড়ীর মৃত হেদায়েত উল্লাহ খানের ছেলে। রোববার বিকেলে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জামাল খান মৃত্যুবরণ করেন।
নিহত জামালের পরিবার জানায়, দুপুর ১২টায় জামাল খান তার নিজ ঘরের পাটাতন থেকে আসবাবপত্র নামাতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক তাকে পরিবারের লোকজন উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এনে ভর্তি করে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) বেলায়েত হোসেন জানান, পরীক্ষা করে দেখা গেছে তার বুকের হাড় ভেঙ্গে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহত জামাল খানের ছোট ভাই আবুল হোসেন তার ভাইয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি

Share