চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাশে দোকানের সিঁড়ি দেওয়ার নাম করে অবৈধভাবে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখলের চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।
রোববার (২০ মে) সকালে সরোজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে বিশ্ব বিখ্যাত ১০টি ব্র্যান্ড নিয়ে ওয়েল ট্রাস্ট ইলেকট্রনিক্স নামের একটি দোকানের সিঁড়ি করা হয়েছে।
দোকানটির নীচ তলায় রয়েছে সীয়া গ্যাস ও অক্সিজেন হাউজ নামে একটি প্রতিষ্ঠান। এ ভবনের মালিক কাজল সড়ক ও জনপদ বিভাগের অনুমতি ছাড়াই দোকানের দু’পাশে ইট রেখে দখল করে সিঁড়ির কাজ করে ফেলে। যাতে করে কেউ বুঝতে না পাওে এটা সড়ক ও জনপদের জায়গা।
এ বিষয়ে ভবন মালিক কাজলের সাথে মুুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কোন সরকারি জায়গা দখল করি নি। সড়ক ও জনপদের কাছে আবেদন করেছি।
এ কথার প্রেক্ষিতে আবেদন করলেই কি অনুমতি দেওয়া হয় কি না জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেননি।
এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শুভ্রত দত্ত বলেন, সরকারি জায়গা কেউ অবৈধভাবে দখল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি আমি মাত্র শুনলাম। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
স্টাফ করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur