Home / চাঁদপুর / সিঁড়ির আড়ালে চাঁদপুর সওজের জায়গা দখল
Jaygha Dhokol

সিঁড়ির আড়ালে চাঁদপুর সওজের জায়গা দখল

চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসের পাশে দোকানের সিঁড়ি দেওয়ার নাম করে অবৈধভাবে সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখলের চেষ্টা করছে বলে খবর পাওয়া গেছে।

রোববার (২০ মে) সকালে সরোজমিনে গিয়ে দেখা যায়, সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখল করে বিশ্ব বিখ্যাত ১০টি ব্র্যান্ড নিয়ে ওয়েল ট্রাস্ট ইলেকট্রনিক্স নামের একটি দোকানের সিঁড়ি করা হয়েছে।

দোকানটির নীচ তলায় রয়েছে সীয়া গ্যাস ও অক্সিজেন হাউজ নামে একটি প্রতিষ্ঠান। এ ভবনের মালিক কাজল সড়ক ও জনপদ বিভাগের অনুমতি ছাড়াই দোকানের দু’পাশে ইট রেখে দখল করে সিঁড়ির কাজ করে ফেলে। যাতে করে কেউ বুঝতে না পাওে এটা সড়ক ও জনপদের জায়গা।

এ বিষয়ে ভবন মালিক কাজলের সাথে মুুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি কোন সরকারি জায়গা দখল করি নি। সড়ক ও জনপদের কাছে আবেদন করেছি।

এ কথার প্রেক্ষিতে আবেদন করলেই কি অনুমতি দেওয়া হয় কি না জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেননি।

এ বিষয়ে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শুভ্রত দত্ত বলেন, সরকারি জায়গা কেউ অবৈধভাবে দখল করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি আমি মাত্র শুনলাম। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

স্টাফ করেসপন্ডেন্ট

Leave a Reply