শিল্প সাহিত্যের সংগঠন সাহিত্য মঞ্চের আয়োজনে চাঁদপুর সাহিত্য একাডেমীর নব-নির্বাচিত কার্যকরী পরিষদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৪ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁদপুর সাহিত্য একাডেমীর মোহাম্মদ নাসিরউদ্দীন মিলনায়তনে এ আয়োজন করা হয়।
সাহিত্য মঞ্চের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ হানিফের সভাপতিত্বে এবং অনুষ্ঠান উপ কমিটির আহবায়ক আরিফুল ইসলাম শান্ত পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাহিত্য একাডেমীর নব-নির্বাচিত পরিষদের সহ-সভাপতি আবদুল্লাহিল কাফি, মহাপরিচালক কাদের পলাশ, পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান, পরিচালক (সাহিত্য ও প্রকাশনা) মাইনুল ইসলাম মানিক, পরিচালক (লাইব্রেরী, সেমিনার ও শিশু সাহিত্য) আশিক বিন রহিম, কার্যনির্বাহী সদস্য নুরুন্নাহার মুন্নি, মোকলেসুর রহমান, সুমন কুমার দত্ত, মির্জা জাকির, কবির হোসেন মিজি, মনিরুজ্জামান বাবলু, উজ্জল হোসাইন, মহিউদ্দিন রাসেল, আল আমিন ও নুরুল ইসলাম ফরহাদ।
বক্তারা বলেন, সাহিত্য মঞ্চ সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে চাঁদপুরের সাহিত্য আন্দোলনকেৎসমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা সব সময় ব্যতিক্রমী এবং সময়োপযোগী অনুষ্ঠান করে থাকে। আজকের এই অনুষ্ঠান তারই প্রমাণ। আমাদের দায়িত্ব গ্রহণের মাত্র একদিনে মাথায় তারা যে আয়োজন করেছে, এজন্য আমরা সাহিত্য মঞ্চ পরিবারকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। চাঁদপুর সাহিত্য একাডেমী যখন জিমেছিল তখনও সাহিত্য মঞ্চ তাদের কার্যক্রমের মাধ্যমে চাঁদপুরী সাহিত্য আন্দোলনকে জাগ্রত রেখেছে। আমরা আশা করব সাহিত্য মঞ্চ আগামীতেও তাদের এই ধারাবাহিকতা কার্যক্রম মত রাখবে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব ইয়াছিন দেওয়ান, সদস্য মোহাম্মদ আলামিন মিয়াজী। সবার শেষে সংবর্ধিত অতিথি এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন কবি ও সংগঠক দন্তন্য ইসলাম।
স্টাফ করেসপন্ডেট, ১৪ জুন ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur