Wednesday, 27 May, 2015 10:00:22 PM
স্টাফ করেসপন্ডেন্ট :
বুধবার চাঁদপুর সাহিত্য একাডেমীর মাসিক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। বিকেল পাঁচটা থেকে শুরু হয় সাহিত্য আড্ডার ১৭তম আসর।
চাঁদপুর জেলা কালচারাল অফিসার আবু ছালেহ মোঃ আবদুল্লাহর উপস্থাপনায় শুরুতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীতে তাঁকে স্মরণ করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আলোচনা করেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মনোহর আলী।
এ সময় আড্ডায় উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আমির জাফর।
অন্যান্যের মধ্যে আলোচনা করেন চাঁদপুর সাহিত্য একাডেমীর মহাপরিচালক কাজী শাহাদাত, ডা. পীযূষ কান্তি বড়–য়া, শাহাদাত হোসেন শান্ত, রফিকুজ্জামান রণি প্রমুখ।
আসরে কবিতা পাঠ করেন পীযূষ কান্তি রায় চৌধুরী, রনজিৎ চন্দ্র রায়, রাশেদ শাহরিয়ার পলাশ, কাদের পলাশ, আশিক বিন রহিম, মাইনুল ইসলাম মানিক, আসাদুল্লাহ কাহাফ, সোহরাব হোসাইন, কবির হোসেন মিজি, মোঃ আল-আমিন মিয়াজী, ফয়সাল মৃধা, কাজী মোরশেদ আলম, ইকবাল পারভেজ, তাফাজ্জাল হোসেন, মোঃ মোজাম্মেল হোসেন, সাদিয়া আফরিন কথা, আয়েশা আক্তার রূপা, এইচ এম আজাদ, সোহরাব হোসাইন, মুহাম্মদ রেজাউল করিম প্রমুখ।
কবিতা আবৃত্তি করেন সৌম্য সালেক ও কামরুল ইসলাম ইমরান। আড্ডায় মুহাম্মদ রেজাউল করিম-এর বই ‘শেষ মুহূর্তে’র মোড়ক উন্মোচন করা হয়।
সাহিত্য একাডেমীর আগামী আড্ডা আগামী ২৪ জুন বুধবার অনুষ্ঠিত হবে ।
চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫
নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes
চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur