চাঁদপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাবেক ফুটবলার কাজী মাইনুল হক জীবনের মা কাজী আজিজুন নাহার ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি… রাজিউন)।
২৬ অক্টোবর সোমবার রাত ৯টা ২৫ মিনিটে চাঁদপুর শহরের প্রিমিয়ার হাসপাতলে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধিন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৯০ বছর। মরহুমা কাজী আজিজুন নাহার চাঁদপুর পৌরসভার সাবেক কর্মকর্তা কাজী এএফএম নূরুননবী (হক সাহেব)।
মৃত্যুকালে তিনি চার ছেলে,চার মেয়ে,পুত্রবধূ,জামাতা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
২৭ অক্টোবর মঙ্গলবার বাদ জোহর চাঁদপুর সরকারি কলেজের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন মরহুমার নাতি মোঃ সাফ্ফাত হোসেন। পরে চাঁদপুর পৌর কবরস্থানে মরহুমার স্বামীর কবরের পাশে তাঁকে চিরনিন্দ্রায় শায়িত করা হয়।
জানাযা ও দাফন কালে উপস্থিত ছিলেন, মরহুমার ছেলে কাজী মাইনুল হক জীবন, চাঁদপুর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, মুনীর চৌধুরী, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবু, চাঁদপুর নাজিরপাড়া ক্রীড়াচক্রের সভাপতি শরীফ মো আশরাফুল, সোনালী অতীত ক্লাবের সভাপতি মনোয়ার হোসেন, বেগম ইন্ডাস্ট্রিজের পরিচালক মোস্তফা কামাল, দৈনিক একাত্তর কণ্ঠের সম্পাদক ও প্রকাশক জিয়াউর রহমান বেলালসহ চাঁদপুরের সাবেক ও বর্তমান ক্রীড়া সংগঠক খেলোয়াড় বৃন্দ।
উল্লেখ্য, মরহুমা আজিজুন নাহারের চাঁদপুর পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর জহুরা আনোয়ার,জামাতা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় আনোয়ার হোসেন মানিক,তাঁর অন্য ৩ ছেলেরা হলেন, কাজী আজিজুল হক,কাজী মোজাম্মেল হক পরান, কাজী হাবিবুল হক নয়ন।
প্রতিবেদক:আশিক বিন রহিম,২৭ অক্টোবর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur