প্রতারণার অভিযোগে ঢাকায় দায়ের হওয়া একটি মামলায় চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোরর্শেদ আলম মিয়াকে বুধবার (৪ মে) বিকেলে আটক করেছে মডেল থানা পুলিশ। চাঁদপুর শহরের কাজী নজরুল ইসলাম সড়ক থেকে তাকে আটক করে মডেল থানার উপপরিদর্শক (এসআই) ত্রিনাথ।
তার বিরুদ্ধে ঢাকা মেট্্েরাপলিটন চীফ জুডিসিয়াল কোর্টের মামলা রয়েছে। মামলা নং- ৭৭১/১৪। আটককৃত আসামী মোরশেদ উত্তর মৈশাদী মুন্সি বাড়ির আব্দুল মান্নান মিয়ার ছেলে।
চাঁদপুর মডেল থানার এস আই ত্রিনাথ জানান, ঢাকা মেট্্েরাপলিটন চীফ জুডিসিয়াল কোর্টের ওয়ারেন্ট ভুক্ত মামলায় তাকে আটক করা হয়।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ জানান, ২০১৪ সালে ঢাকা মেট্টোপলিটন চীফ জুডিসিয়াল কোর্টে মোরর্শেদের বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়। সে মামলায় তাকে আটক করে পুলিশ।
বুধবার (৪ মে) রাতে চাঁদপুর মডেল থানায় গিয়ে দেখা যায়, ছাত্রলীগ নেতা মোরশেদ আটকের খবর ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীরা তাকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর তদবির করে। এসময় তারা সাংবাদিকদেরকে নিউজ না দেওয়ার জন্য বিভিন্নভাবে অনুরোধ জানায়।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur