চাঁদপুর শহরের আদালত পাড়া নিবাসী সাবেক খেলোয়াড় ওঠিকাদার নাসিমুল আলম লিটন মারা গেছেন।( ইন্না…রাজেউন)।
গত শুক্রবার রাত সাড়ে ৮ টার সময় তিনি ঢাকার পিজি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তার বয়স ৫২ বছর ।
শনিবার(০৮ডিসেম্বর) বাদ জোহর শহরের বেগম জামে মসজিদের ঈদ গাহ মাঠে জানাজা শেষে তাকে বাসষ্ট্রান্ড সংলগ্ন পৌর কবরস্থানে দাফন করা হয় ।
নাসিমুল আলম লিটন গত ২৭ নভেম্বরব্রে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হয়ে চিকিৎসারজন্য ঢাকার বাংলাদেশস্পেলাইসট হাসপাতালে ভর্তি হন।
শুক্রবার তাকে ঢাকার পিজি হাসাপাতালে চিকিস্যার জন্য নেওয়া হলে রাতে তিনি মারা যান। মৃত্যু কালে তিনি মা, স্ত্রী,২ মেয়েসহ অসংখ্য আত্বীয়স্বজন ও শুভাকাঙ্গি রেখে যান।তার মরহুমবাবা প্রফেসর আব্দুল মান্নান চাঁদপুর সরকারী কলেজের কেম্সিটি বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন দীর্ঘদিন ।
মরহুমের জানাজা পূর্বে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ওপৌরমেয়র নাসিরউদ্দিন আহমেদ,জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।জানাজায় ইমামতি করেন বেগম জামে মসজিদের ইমাম মাওলানা মাহবুবুর রহমান।
জানাজায় অংশ নেন মুক্তিযোদ্ধা হানিফ পাটওয়ারী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক মুনির চৌধুরী, বর্তমান সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু , আবু নাসের বাচ্চু পাটওয়ারী সহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবলের খেলোয়াড়রা সহ মুসল্লিগন।
প্রতিবেদক: আশিক বিন রহিম
০৮ ডিসেম্বর,২০১৮
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur