চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের খেরুদিয়া গ্রামে সোমবার (২৮ নভেম্বর) সোমবার সকালে একাধিক বিষধর সাপ উদ্ধার করেছে সর্পরাজ সেলিম নামের এক সাপুড়িয়া।
ওই গ্রামের জাতীয় পাটির সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ খান বাড়ির বিভিন্ন ঝোঁপ-ঝাড় থেকে এবং একটি বসত ঘর থেকে ৯ টি গোখরা সাপ আটক করেন কুমিল্লা জেলার সানাগর গ্রামের এক সাপুড়িয়া।
খবর পেয়ে উদ্ধার করা সাপ দেখতে ওই বাড়িতে ভিড় জমান উৎসুক মানুষজন।
হারুন খান বাড়ির কেয়ার টেকার ফারুক গাজী জানান সে ২৫ নভেম্বর শুক্রবার দুপুরে বাড়ির গোসল খানায় গোসল করতে গেলে একটি গোখড়া সাপের বাচ্ছা দেখতে পান। তারপর তিনি সাপের বাচ্ছাটাকে ধরে বোতলে ঢুকিয়ে রাখেন। সাপের বাচ্ছাটিকে দেখে বাড়িতে আরো সাপ আছে বলে তার সন্দেহ হয়। সাপের ভয়ে ঘরের লোকজন কয়েকদিন অন্য জায়গায় গিয়ে রাত কাটান। এবং গত ৫/৬ দিন ধরে সাপ ধরার জন্য সাপুড়ে খুঁজে বেড়ান।
পরে সাপুড়ে এসে কয়েকটি গোখড়া সাপ পর্যায়ক্রমে ধরেন।
বাড়ির লোকজন জানায় ওই সাপুরে প্রায় দুই ,আড়াই ঘন্টা ধরে বসত ঘর এবং বাড়ির বিভিন্ন স্থান থেকে বড় দুটি গোখড়া সাপ, ১ টি দুধরাজ এবং ৬ টি গোখড়া সাপের বাচ্ছা ধরে সেগুলোর বিষদাঁত ভেঙ্গে তারা সাপগুলো নিয়ে যায়।
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/11/Kobir-Mizi..-e1478454895230.jpg” ] প্রতিবেদক- কবির হোসেন মিজি [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur