স্টাফ করেসপন্ডেন্ট, চাঁদপুর :
চাঁদপুরে সাপের কামড়ে বুধবার (১২ আগস্ট) বিকেলে ইয়াসমিন (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ইয়াছমিন শরীয়তপুর জেলার চরপালিশ গ্রামের বহদ্দার বাড়ির গোলাম হোসেনের স্ত্রী।
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক বেলায়েত হোসেন সাপের কামড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে একটি বিষধর সাপ রান্নাঘরে ইয়াসমিনকে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur