চাঁদপুর শহরের হাজী মহসিন রোডস্থ ছায়াবানী সিনেমা হল এলাকায় ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে আগত সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুর শহরের মিশন রোড এলাকা অতিক্রম করে কোট স্টেশন প্রবেশের পূর্বে ছায়াবানী সিনেমা হল এলাকায় রেললাইনের পাশ দিয়ে হাটার ট্রেনের ধাক্কায় এই ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়।
জানা গেছে, মৃত ব্যক্তি দীর্ঘ সময় ধরে তার ব্যবহৃত মোবাইল ফোন দিয়ে রেল লাইনের পাশ দিয়ে কথা বলে হাটছিল। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ হবে এমনটি স্থানীয়রা জানান। পরে লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ রির্পোট লেখা পযন্ত মৃত ব্যক্তির লাশ হাসপাতালে রয়েছে এবং তার পরিচয় এখনো পাওয়া যায়নি। পরে চঁাদপুর মডেল থানার উপ-পরিদর্শক মিরাজ হোসেন হাসপাতাল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
প্রতিবেদক:আশিক বিন রহিম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur