চাঁদপুর প্রেসক্লাব ঘাট ডাকাতিয়া নদীর পাড়ে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে মাসব্যাপী সংস্কৃতিক মাসের উদ্বোধন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে সাংস্কৃতিক মাসের উদ্বোধ করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, সাংস্কৃতির মাধ্যমে আমাদের ধর্মান্ধতা, মৌলবাদ দূর হয়। শিল্প-সাংস্কৃতির এক উর্বর ভূমি চাঁদপুর জেলা। এখানে মাসব্যাপী সাংস্কৃতিক উৎসবের আয়োজন করায় আমি জেলা প্রশাসককে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।
চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার।
চাঁদপুর প্রেসক্লাকের সাবেক সাধারণ সম্পাদক শরীফ চৌধুরীল পরিচালনায় অন্যানের মাঝে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ লুৎফুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সম্মিলিত সাংস্কৃকিতিক জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, কবি ও লেখক মুখলেছুর রহমান মুকুল, ডা. পীযূষ কান্তি বড়–য়া। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মো. আব্দুল্লাহ।
: আপডেট ৭:০০ পিএম, ১৪ এপ্রিল ২০১৬, বৃহস্পতিবারডিএইচ