শিল্প-সাহিত্য

চাঁদপুরে সাংস্কৃতিক উৎসব পালনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০, ২১ জুলাই দু’দিন ব্যাপি সাংস্কৃতিক উৎসব পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে চাঁদপুর জেলা প্রশাসন। সোমবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় স্থানীয় সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, চাঁদপুর জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমী এবং জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় এই সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে। এতে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।

জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শওকত ওচমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মঈনুল হাসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল,

জেলা কালচারাল অফিসার আয়াজ মাহমুদ, জেলা স্কাউট কমিশনার অজয় কুমার ভৌমিক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. কাউসার আহমেদ, জেলা তথ্য কর্মকর্তা মো. নূরুল হক, সম্মিলিত সাংষ্কৃতিক জোট জেলার শাখার সাধারণ সম্পাদক অ্যাড.

বদিউজ্জামান কিরণ, নজরুল সংগীত শিল্পী পরিষদের সভাপতি কণ্ঠশিল্পী রূপালী চম্পক প্রমুখ, অনন্যা নাট্যগোষ্ঠীর সভাপতি শহীদ পাটওয়ারী, বর্ণচোরা নাট্যগোষ্ঠীর সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী, বঙ্গবন্ধু আবৃতি পরিষদ জেলা শাখার সভাপতি পীযূষ কান্তি রায় চৌধুরী প্রমুখ।

প্রতিবেদক : আশিক বিন রহীম

Share