দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র সাংবাদিক ও আলোকচিত্রী আবদুস সোবহান রানা (৫৮) আর নেই।
মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটের দিকে চাঁদপুর শহরস্থ বাসায় ইন্তেকাল করেন তিনি। ডায়াবেটিক, কিডনি, হার্টসহ বিভিন্ন জটিল রোগে দীর্ঘদিন ধরে আক্রান্ত ছিলেন তিনি।
মরহুমের একমাত্র ছেলে মো. ইসতিয়াক খন্দকার সৈকত জানান, আজ মঙ্গলবার বাদ আসর চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন গৌরে গরীবা জামে মসজিদের সামনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর বাসস্ট্যান্ডস্থ চাঁদপুর পৌর গোরস্থানে তাকে দাফন করা হবে।
আবদুস সোবহান রানা একসময় চাঁদপুর শহরের স্বনামধন্য আর্টিস্ট ছিলেন। দৈনিক চাঁদপুর প্রবাহের প্রতিষ্ঠাকাল থেকে তিনি এই পত্রিকার সাথে সম্পৃক্ত ছিলেন। বার্তা বিভাগের পাশাপাশি কার্টুনিস্ট, সার্কুলেশন ম্যানেজার ও ম্যানেজার হিসেবেও তিনি বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সদস্য ছিলেন।
নিজস্ব প্রতিবেদক, ২৬ জুলাই ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur