চাঁদপুর

চাঁদপুরে সাংবাদিকদের সাথে জেলা পুলিশের মতবিনিময়

চাঁদপুর জেলার মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতনসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে সর্বস্তরের সাংবাদিকদের সাথে বৃহস্পতিবার(২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় পুলিশ প্রশাসনের মতবিনিয়সভা পুলিশ সুপার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, ‘পুলিশে নিয়োগের ক্ষেত্রে নির্ধারিত ১শ’ টাকার পোস্টাল অর্ডার ব্যাতিত কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না। আমরা চাই যোগ্য লোকেরাই পুলিশে কাজ করারর সুযোগ পাক। যে কোনো প্রকার অপরাধ নির্মুলে আমরা আপনাদের সহযোগিতা কামনা করি। আপনাদের সকলের সহযোগিতা নিয়ে অপরাধ মুক্ত একটি জেলা গড়ে তুলতে চাই।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি বিএম হান্নানের সভাপতিত্বেি ও অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আশরাফুজ্জামানের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রুশদী, সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, কাজী শাহাদাত, ইকবাল পাটোয়ারী, শহীদ পাটোয়ারী, আরটিভির স্টাফ রিপোর্টার শরীফ চৌধুরী, মেঘনাবার্তার প্রকাশক ও সম্পাদক গিয়াস উদ্দিন মিলন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মির্জা জাকির, দৈনিক আমাদের অর্থনীতির জেলা প্রতিনিধি মিজান লিটন প্রমুখ।

উপাস্থিত সাংবাদিকরা তাঁদের বক্তব্যে বলেন, মাদকের বিষয়ে পুলিশের আরো বেশি সতর্ক থাকতে হবে। এ বিষয়ে কাউকে কোনো প্রকার ছাড় না দেয়া, শহরের বিভিন্নস্থানে যুবকদের আড্ডা বন্ধ করতে হবে। শহরতলীর ট্রাক্টর নিয়ন্ত্রণ, স্কুল-কলেজ পড়ুয়াদের রাত ১০টার পর বাইরে থাকতে না দেয়া। শহরের প্রতিষ্ঠানগুলোর সামনে স্কুলচকালকালীন সময়ে যুবকদে আনাগোনা বেড়ে যাওয়া এবং ইভটিজিংয়ের বিষয়ে পুলিশকে সতর্কতা অবলম্বন ও পদক্ষেপ নেয়া। শহরের যানজট নিয়ন্ত্রণে পুলিশের ভুমিকা, সর্বোপরী সাংবাদিকদেরকে জেলা পুলিশের তথ্য আদান-প্রদানে মিডিয়া সেলকে সক্রিয় করার বিষয়ে সাংবাদিকরা পুলিশ সুপারের সু-দৃষ্টি কামনা করেন।

এসময় উপস্থিত সাংবাদিকদের মতামত পুলিশ সুপার লিপিবদ্ধ করেন এবং তিনি সাংবাদিকদের প্রশ্নের আলোকে বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, ‘সাংবাদিকরা আন্তরিক থাকলে চাঁদপুর বাসী অনেক সেবা পাবে। আমরা পুলিশবাহিনী শাসক নই আপনাদের সেবক হয়ে আসছি। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, যিনি সেবন করবেন কিংবা ব্যবসা করবেন সে যেই হউক বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ইভটিজিং, মাদক বাল্যবিয়ে, মোটরসাইকেলে তিন জন, ট্রাক্টর, পুলিশে নিয়োগের বিষয়ে লেনদেন ইত্যাদিতে জিরো টলারেন্স থাকবে।’

মোটর সাইকেলে বিষয়ে শামসুন্নাহার বলেন, ‘যারা কর্মব্যস্ত তারা কখনো বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালান না, তবে তিনজন আরোহনের বিষয়টি নিষিদ্ধ থাকায়, চুরি-ছিনতাই, চাঁদাবাজি, জঙ্গি কর্মকা- কমে এসেছে।’

চাঁদপুরের মানুষ ভালো বিধায় ভালো শাসক পেয়েছে এমন মন্তব্যে তিনি জানান, ‘আপনারা ভালো মানুষ, চাঁদপুরের মানুষ অনেক উধার, সকলের সহযোগিতা পেলে চাঁদপুর হবে শান্তির আবাসভূমি। এক্ষেত্রে সমাজের প্রতিটি মানুষকে সহযোগিতার মনোভাব নিয়ে এগুতে হবে। ’

ভাড়াটিয়ার বিষয়ে বলেন, ‘ইতোমধ্যে আমরা ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের তথ্য সংগ্রহ করেছি। যাচাই-বাছাই চলছে।’

এ প্রসঙ্গে সাম্প্রতিককালে একটি ঘটনার উদাহারণ টেনে বলেন, ‘কিছুদিন আগে আমরা খবর পেয়েছি, একটি বাসায় তিন জন ব্যাচেলর সকাল ৭টায় বের হয়, রাত ১১টায় বাসায় আসে, কিন্তু ওই ভাড়িওয়ালা আমাদের তার ভাড়াটিয়ার তথ্য না দেয়ায় আমরা তাকে প্রায় একদিন থানায় এনে রেখে দিয়েছি এবং ওই তিনজনের বিষয়ে সন্দেহভাজন অনেক তথ্য পেয়েছি।’

চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের এক প্রশ্নের প্রেক্ষিতে পুলিশ সুপার জানান, ‘বাগাদী স্কুলছাত্রী সাথীর আত্মহত্যার মামলার তদন্ত চলছে, তাই বেশি কিছু মন্তব্য করা যাবে না। তবে মামলায় অভিযুক্ত হিসেবে জাহাঙ্গীর নামে একজনকে অভিযুক্ত করা হয়েছে, কিন্তু জাহাঙ্গীর নামে ওই স্কুলে দু’জন থাকায় এবং তার বাবার নাম মামলায় উল্লেখ না থাকায়, তিনি কি স্কুলশিক্ষক নাকি কমিটির সদস্য তা প্রমাণ করতে কিছুটা সমস্যা হয়েছে, আমরা বিষয়টি তদন্ত করে দেখবো।’

চাঁদপুরের জ্বালানি তেলের লরি থেকে অগ্নিকাণ্ডের বিষয়ে তিনি বলেন, ‘ওই মামলাটি তদন্ত চলছে, তবে আমরা যতটুকো দেখেছি, বিষয়টি নাশকতা নড, এক্সিডেন্টলি (দুর্ঘটনাক্রমে) হয়েছে। আমরা খতিয়ে দেখছি, তাদের কাগজপত্র বৈধ ছিলো কিনা, বাড়িওয়ালা কিসেবে ভিত্তিতে ভাড়া দিয়েছে, মামলার তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তবে নির্দেশনা রয়েছে, আবাসিক এলাকায় জ্বালানি তেলের কোনো প্রতিষ্ঠান থাকতে পারবে না।’

যানজট নিয়ন্ত্রণে সিএনজি স্কুটারগুলো শহরের ভেতরে যাতে ঢুকতে দেয়া না হয় সাংবাদকিদের এমন প্রস্তাবের বিষয়ে তিনি বলেন, ‘সিএনজি স্কুটার শহরে প্রবেশ করতে পারবে না, এ প্রস্তাবে আমি একমত নই, তবে বলতে পারেন চাঁদপুর বাসস্ট্যান্ডকে শহরে থেকে দূরে সরিয়ে নেয়া হউক, এটিকে শহরের বাইরে নিয়ে স্থাপন করা প্রয়োজন। ছোট যানবাহনগুলো শহরের ভেতরে থাকবে লোকজন বাসা-বাড়ি থেকে বের হয়ে সেগুলো দিয়ে যাতায়াত করবে। শহরের বাইরে বাসস্ট্যান্ড থাকলে যানজট বেশি থাকে। তাই বড়োটাকে সরিয়ে নিলেই যানজট অনেকাংশে কমে যাবে এবং লোকজন বাস থেকে নেমে অটোরিক্সা কিংবা সিএনজি দিয়ে শহরের ভেতরে প্রবেশ করবে।’

যানজট নিয়ন্ত্রণের পৌরসভার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ‘যানজট নিয়ন্ত্রণে জনগণ নয়, আমরা চাঁদপুর পৌরসভার সহযোগিতা চাই, কতগুলো অটোরিক্সাকে লাইসেন্স দেয়া হয়েছে, কতগুলো অবৈধ রয়েছে, সে তথ্য আমাদেরকে প্রদান করতে হবে। অবৈধগুলো নিয়ন্ত্রণ করতে পারলে যানজট কিছুটা নিয়ন্ত্রণে আসবে।’

শহরের অভ্যন্তরে ছোটখাটো সমস্যা, ফুটপাত ইত্যাদি টহল পুলিশ সদস্যরা দেখবেন, তিনি টহল পুলিশ সদস্যদের নির্দেশনা দিয়ে বলেন, আপনাদের চোখ-কান খোলা রাখলেই চলে, সামনে যে সমস্যাগুলো পড়ে সেগুলো সাথে সাথে সেরে ফেললে এক্সট্রা (অতিরিক্ত) চাপ নেয়া লাগে না। অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে।

সম্প্রতি বাংলাদেশ পুলিশ থেকে কনস্টেবল পদে নিয়োগের যে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে সে বিষয়ে তিনি বক্তব্য তুলে ধরে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘আপনার প্রচার করুন, পুলিশে নিয়োগের বিষয়ে নির্দিষ্ট ১শ’ টাকার ব্যাংক ড্রাফট ছাড়া কোনো প্রকার অর্থ লেনদেন যাতে না করে, এ ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে, কারণ অর্থ দিয়ে পুলিশে চাকরি হবে না, চাকরি হবে মেধা এবং যোগ্যতা দিয়ে।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘যদি কেউ অর্থ লেনদেনের দ্বারস্থ হন, তাতে সেটা তার কাজে আসবে না, কাজে আসবে মেধা এবং ব্যক্তির যোগ্যতা। কাজে গরু-ছাগল, ঘর-বাড়ি বিক্রি করা টাকা এনে পুলিশে নিয়োগ পেতে যাবেন না, কারণ আপনি যদি নিঃস্ব হয়ে পুলিশে যোগদান করেন তাহরে অস্বচ্ছ পন্থায় কাজ করবেন কিন্তু দেশের জন্য কিছু করতে পারবেন না।’

পূজা উৎসবের বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরাফুজ্জামান বলেন, ‘চাঁদপুর জেলায় ১৯৩টি পূজাম-পে এবার পূজা উৎসব হবে। এব্যাপারে আমাদের তিনটি নির্দেশনা রয়েছ, সর্বোচ্চ পরিমাণ ভলেন্টিয়ার নিয়োগ করা, প্রতিটি পূজা ম-পে সিসি ক্যামেরা বসানো ও এক্সিট-এনট্রি (বের-প্রবেশে) আলাদা গেট ব্যবহার করা।

সভায় এএসপি চাঁদপুর সদর সার্কেল নজরুল ইসলাম, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালি উল্যাহ অলিসহ চাঁদপুরে সর্বস্তরের সাংবাদিকরা অংশ নেন।

: আপডেট, বাংলাদেশ সময় ৩:০০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- দেলোয়ার হোসাইন
Share