চাঁদপুর

শিমুল হত্যা বিচারের দাবিতে চাঁদপুরে সাংবাদিকদের মানববন্ধন

সিরাজগঞ্জে গুলিতে সাংবাদিক শিমুল হত্যার বিচারের দাবি ও সারাদেশে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চাঁদপুর প্রেসক্লাব সামনে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শরীফ চৌধুরী। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম শাহীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন, বিভিটির জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া জীবন, সাবেক সভাপতি শাহ্ মো. মাকছুদুল আলম, শহীদ পাটওয়ারী, বিএম হান্নান, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ইকবাল হোসেন পাটওয়ারী, এটিএন বাংলার জেলা প্রতিনিধি পার্থনাথ চক্রবর্তী, দেশটিভির জেলা প্রতিনিধি লক্ষণ চন্দ্র সূত্রধর, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি এম.এ. লতিফ, সময় টেলিভিশনের স্টাফ রিপোটার ফারুক আহাম্মেদ, প্রচার সম্পাদক এইচ.এম. আহসান উল্যা, সাংবাদিক আব্দুল আউয়াল রুবেল প্রমুখ।

বক্তারা সাংাবিদক শিমুল হত্যার দৃষ্টান্ত মূলক বিচারের দাবি ও সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।

মানববন্ধন কর্মসূচিতে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সকল পর্যায়ের সংবাদকর্মীগণ অংশ গ্রহণ করেন।

আশিক বিন রহিম
।। আপডটে, বাংলাদশে সময় ০৬ : ৪২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার
এইউ

Share