চাঁদপুর

চাঁদপুর সরকারি হাসপাতালে শিশু মৃত্যু : দু’নার্সকে মারধর, ৩ ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ

চাঁদপুর আড়াইশ’ শয্যার জেনারেল হাসপাতালে নার্স কর্তৃক চিকিৎসাকালে রবিউল ইসলাম নামের ২ মাসের এক শিশু মৃত্যুর অভিযোগে ক্ষুদ্ধ জনতা ২ নার্সকে মারধর করেছে।

৮ মার্চ মঙ্গলবার দুপুরে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের শিশু বিভাগে এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় ৩টা ঘণ্টাব্যাপী হাসপাতালের ওই বিভাগে চিকিৎসা কার্যক্রম বন্ধ হয়ে পড়ে।

এ ব্যাপারে শিশু রবিউলের নানী জানায়, চাঁদপুর শহরের যমুনা রোড় এলাকার রোকসানা বেগম তার নিউমোনিয়া রোগে আক্রান্ত ২ মাসের শিশু রবিউলকে নিয়ে ৬ মার্চ হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার বেলা ১২টার দিকে মেরী নামের এক নার্স রবিউলকে একটি ইনজেকশন পুশ করে। মাত্র ১ ঘণ্টা পূর্বে রবিউলকে সেপটিজেন নামের ইনজেকশন পুশ করা হয়েছিলো বলে শিশুটির পরিবার নার্সকে বাধা প্রদান করে। নার্স ইনজেকশনটি পুশ করার ৫ মিনিটের মধ্যেই শিশুটি মারা যায়। এতে করে রবিউলের স্বজনরা ক্ষুব্ধ হয়ে দুজন নার্সকে মারধর করে।

পরে চাঁদপুর মডেল থানা পুলিশ ও হাসপাতালের তত্ত্বাবধায়ক উভয় পক্ষের সাথে ঘণ্টাখানেক কথা বলে পরিস্থিতি শান্ত করে।

এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রদীপ কুমার দত্ত চাঁদপুর টাইমসকে জানান, শিশুটি ব্যাঙ্কো নিউমোনিয়ায় আক্রান্ত। কোনো চিকিৎসই রোগীকে মারার জন্যে চিকিৎসা দেন না। নিউমোনিয়ায় শিশুটির মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, এই ঘটনার জন্য নিরপরাধ দু’জন নার্সের গায়ে হাত তোলা হয়েছে। এটা খুব দুঃখজনক।

আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট

|| আপডেট: ০৪:৩৩ অপরাহ্ন, ০৮ মার্চ ২০১৬, মঙ্গলবার

এমআরআর

Share