বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও প্রফেশনালস মুভমেন্ট অফ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩ এপ্রিল বু্ধবার বিকেলে চাঁদপুর শহরের রেডচিলি পার্টি সেন্টারে এ আয়োজন করা হয়। এরপর একই ভ্যানুতে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লা সেলিম।
বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ ও প্রফেশনাল মুভমেন্ট অফ বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হারুনুর রশিদ গাজী।
এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. কামাল উদ্দীন আহমেদ, বিএনপি নেতা কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল, সংগঠনের সহ-সভাপতি
মহিউদ্দীন খান বোরহান, সদস্য কাউছার আহমেদ ভুইয়া, সদস্য মীর আনোয়ার হোসেন বাচ্চু, যুগ্ম সম্পাদক এমদাদুল হক মিলন।
বক্তারা বলেন, বাংলাদেশ এখন ক্লান্তিকাল পার করছে। দেশের জনগণের সকল প্রকার নাগরিক অধিকার হরণ করা হয়েছে। মানুষ স্বাধীনভাবে তার মত প্রকাশ করতে পারছে না। মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারছে না। দ্রব্যমূলের উদ্যগতিতে মানুষ দিশেহারা। দেশের সাধারণ খেটে খাওয়া মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। দেশের কোন পেশার মানুষই এখন আর ভালো নেই।
বক্তারারা বলেন, বর্তমান সরকারের আমলে পেশাজীবীরা ন্যূনতম সম্মান ও নিরাপত্তা পাচ্ছেন না। বিরোধীদলকে দমন পীড়নে সর্বোচ্চ বল প্রয়োগ করা হচ্ছে। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সাজানো মামলায় কারারুদ্ধ করে রাখা হয়েছে। তাকে উন্নত চিকিৎসা নেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা চাই সরকার অবিলম্বে তার ভুল বুঝে জনগণে ভোট নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে।
বক্তারা আরো বলেন, পৃথিবীর মধ্যে একটিমাত্র দেশ চায়না বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে দাঁড়াক। আর সে দেশ হল ভারত। তারা এ দেশে তাদের আগ্যাবহ সরকারকে ক্ষমতা রাখতে চায়। হিন্দুস্তানের প্রতি আমাদের আহ্বান, আপনারা বাংলাদেশকে ভালবাসুন। বাংলাদেশের মানুষের মতকে সম্মান জানিয়ে অবৈধ সরকারকে ঘৃণা করুন। আর না হয় আমরাও হিন্দুস্তানকে এবং সে দেশের মানুষকে ভালবাসলেও হিন্দুস্তানের সরকারকে ঘৃণা করবো।
অনুষ্ঠানে ইফতারপূর্বক দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সংগঠনের সহ-সভাপতি মাওলানা মুকবুল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করের সংগঠনের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক জয়নাল আবেদিন।
এসময় উপস্থিত, সংগঠনের সহ-সভাপতি অ্যাড. জয়নাল উদ্দীন, সদস্য অ্যাড. কুহিনুর, অ্যাড. সিরিন সুপ্তা, অ্যাড. শামিমা আক্তান, নাসরিন বেগম, সাংবাদিক কামরুল ইসলাম, অ্যাড. ইয়াসিন ইকরাম, ব্যাংকার লোকমান হোসেন, কাউসার আহমেদ মাস্টার, আব্দুল কাদির রাঢ়ি, বিল্লাল বেপারী, মোজাম্মেল হোসেন জিল্লু, জিম ফজলু, ফজলুর রহমানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৩ এপ্রিল ২০২৪