চাঁদপুর

চাঁদপুরে সপ্তাহব্যাপি সঞ্চয় সপ্তাহ শুরু

‘সঞ্চয় সমৃদ্ধির সোপান’ এ প্রতিপাদ্য নিয়ে চাঁদপুরে সঞ্চয় সপ্তাহ শুরু হয়েছে। শনিবার(২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা সঞ্চয় অফিস আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। সাধারণ মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করতে সারাদেশের ন্যায় চাঁদপুরেও সঞ্চয় সপ্তাহ পালন করছে সঞ্চয় অধিদফতর।

এ উপলক্ষ্যে চাঁদপুর সঞ্চয় অফিস বর্ণাঢ্য র‌্যালি, সভা-সেমিনার, ব্যানার-ফেস্টুন, সঞ্চয় স্কিমের হ্যান্ডবিল বিতরণ ও বিভিন্ন প্রতিষ্ঠানে সঞ্চয় উদ্বুদ্ধকরণ কার্যক্রম চালাবে। তবে সপ্তাহ চলাকালে সঞ্চয় স্কিমে বিশেষ কোনো অফার নেই।

এদিকে চাঁদপুর হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য রালী বের হয়ে শহর প্রদক্ষিণ করে চাঁদপুর সরকারি কলেজ সংলগ্ন সঞ্চয় অফিসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

জেলা সঞ্চয় অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সঞ্চয় সপ্তাহ উপলক্ষে পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জামাল হোসেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, জেলা মুক্তফৌজ ফাউন্ডেশনের সভাপতি প্রকৌ.দেলোয়ার হোসেন।

জেলা শিশু একাডেমির ডাটা এন্ট্রি অপারেটর মো. গোলাম মোস্তফার পরিচালনায় সঞ্চয় সপ্তাহের র‌্যালিতে উপস্থিত ছিলেন দৈনিক চাঁদপুর প্রবাহের সিনিয়র স্টাফ রিপোর্টার শরীফুল ইসলাম, চাঁদপুর প্রতিনিদের সিনিয়র স্টাফ রিপোর্টার আশিক বিন রহিম, ডা.ওমর ফারুকসহ জেলা সঞ্চয় অফিসের আন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রতিবেদক:শরীফুল ইসলাম
২৩ ফেব্রুয়ারি,২০১৯

Share