চাঁদপুর সদর উপজেলার বাগাদি চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (৩১জানুয়ারি) দুপুর ১২টায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নুরুল ইসলাম নুরু নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়।
নিহত নুরুল ইসলাম নূরু চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নং গুপ্টি ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আজম ভূঁইয়া বাড়ির বাসিন্দা।
নিহতের ভাতিজা ইব্রাহিম খলিল প্রতিবেদককে জানান, সকালে তিনি বাড়ি থেকে ডাক্তার দেখাতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। বাগদী চৌরাস্তা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বিষয়টি স্থানীয় আমার এক পরিচিতজন ফোনে নিশ্চিত করেন। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং নিহতের লাস শনাক্ত করেন।
এ বিষয়ে চাঁদপুর মডেল থানার ওসি বাহার মিয়া প্রতিবেদককে জানান, বালু বহনকারী পিকআপ ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল করে। পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ও চালককে গ্রেপ্তার করে থানা হেফাজতে নিয়ে আসে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব,৩১ জানুয়ারি ২০২৫