চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষা দেওয়া হলো না দু শিক্ষার্থীর, আহত ৪

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দুই শিক্ষার্থীর দাখিল পরীক্ষা দেওয়া হলো না। তারা পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতরা হলেন, দাখিল পরীক্ষার্থী খাদিজা আক্তার (১৬) ও সুমাইয়া আক্তার (১৬)। 

১৭ মে বুধবার সকালে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের বাবুরহাট জেলা কারাগারের সামনে এ দুর্ঘটনায় ঘটে। একই ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন মিজি ও সিএনজি স্কুটার চালক ফখরুদ্দিন (৩০) ও গুরতর আহত হন। 

আহতরা জানায়, বুধবার সকালে তারা রামপুর ইউনিয়নের রামপুর আদর্শ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী হিসেবে তাদের রিজার্ভ সিএনজি স্কুটার নিয়ে চাঁদপুরে পরীক্ষা কেন্দ্রে রওয়ানা হন।  তাদের বহনকৃত স্কুটারটি চাঁদপুর জেলা কারাগারের সামনে আসলে হঠাৎ উচু আইল্যান্ড দেখে সিএনজি চালক গাড়ির গতি কমিয়ে দেয়।

এসময় পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা মধুফুড বেকারীর একটি পিকাপ ভ্যান সিএনজি স্কুটারটিকে  ধাক্কা দেয়। এতে দুর্ঘটনায় শিকার হয়ে চালক শিক্ষার্থীসহ ৬ জন আহত হয়।

গুরুতর আহতরা হলেন,  রামপুর আদর্শ আলিম মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী বড় সুন্দর গ্রামের খাদিজা আক্তার (১৬) একই গ্রামের মিজি বাড়ি সুমাইয়া আক্তার (১৬)।

এছাড়া তাদের সাথে থাকা অন্যান্য আহতরা হলেন,রামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি শাহাবুদ্দিন মিজি ও সিএনজি স্কুটার চালক ফখরুদ্দিন (৩০)।

তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেলের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ দুর্ঘটনায় খাদিজা আক্তার ও সুমাইয়া আক্তার বুধবারের দাখিল পরীক্ষায় অংশ নিতে নেয়ার কথা ছিলো। দুর্ঘটনার শিকার হয়ে তারা পরীক্ষা দিতে পারেননি। 

এদিকে দুর্ঘটনায় খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলার ৫ নং রামপুর ইউনিয়নের চেয়ারম্যান আল মামুন পাটোয়ারী হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোজ খবর নেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি,১৭ মে ২০২৩

Share