চাঁদপুরে সড়কে ঝরলো দুই বন্ধুর প্রাণ

চাঁদপুরে আবারো বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইকবাল হোসেন খান (১৮) নামের এক যুবক নিহত হয়েছে। এতে গুরুতর আহত অবস্থায় তার অপর বন্ধু শাহাদাত মজুমদারকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

২১ ডিসেম্বর শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিদপুর ইউনিয়নের চন্দ্রা-মুন্সিরহাট সড়কের বদরপুর নামক স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত ইকবাল হোসেন ফরিদগঞ্জ উপজেলার মুলপাড়া গ্রামের হাজী বাড়ির খাজা আহমেদ খানের ছেলে। এবং আহত একই এলাকার মজুমদার বাড়ির ওবায়দুল্লাহ মজুমদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে নিহত ইকবাল হোসেন তার ভগ্নিপতির মোটরসাইকেল নিয়ে ফরিদগঞ্জ থেকে সুবিদপুর যাচ্ছিলো। তারা দু,জনজন সুবিদপুর ইউনিয়নের চন্দ্রা – মুন্সিরহাট সড়কের বদরপুর নামক স্থানে গেলে তাদের বেপরোয়াতির মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা সিএনজি স্কুটারের সাথে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ঘটনাস্থালে দুমড়ে মুছড়ে গিয়ে ইকবাল হোসেন খান ঘটনাস্থলেই মারা যায়। এতে গুরুতর আহত হয় তারই দ বন্ধু শাহাদাত মজুমদার (১৮)।

প্রত্যক্ষদর্শীরা আরো জানান, দদুর্ঘটনার পর তারা রক্তাক্ত অবস্থায় দীর্ঘ সময় ধরে সড়কে পড়ে থাকলেও কোন জনসাধারণ তাদেরকে উদ্ধারে করতে এগিয়ে আসেনি। পরে স্থানীয় কয়েকজন যুবক ও এক ইমাম তাদেরকে সেখান থেকে উদ্ধার করে রক্তাক্ত আহত অবস্থায় দুজনকে দুটি সিএনজি স্কুটার যোগে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ মিজানুর রহমান ইকবাল হোসেন খানকে মৃত ঘোষণা করেন।

অপর আহত শাহাদাত হোসেন মজুমদারের অবস্থা আশংকাজনক হওয়ায় তার দ্রুত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

পরে আহত শাহাদাত মজুমদারের বড় ভাই হাবিবুর রহমান মজুমদার জানান, ঢাকা মেডিকেলে নেওয়ার পথে কাঁচপুর ব্রিজ এলাকায় গেলে গুরুতর আহত শহাদাত মজুমদার মৃত্যুবরণ করেন।

প্রতিবেদক: কবির হোসেন মিজি, ২১ ডিসেম্বর ২০২৪

Share