চাঁদপুর জেলার সকল থানা এলাকায় কিশোর গ্যাং, মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে চাঁদপুর জেলা পুলিশের মোটরসাইকেল পেট্রোলিং শুরু হয়েছে।
১৯ নভেম্বর মঙ্গলবার জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব পিপিএম মহোদয়ের নির্দেশনায় এই কার্যক্রম শুরু হয়েছে।
সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কার্যকলাপ প্রতিরোধে চাঁদপুর জেলা পুলিশ কিশোর গ্যাং, মাদক এবং অপরাধমূলক কর্মকাণ্ড নির্মূলের লক্ষ্যে মোটরসাইকেল পেট্রোলিং চালু করেছে। এই পদক্ষেপের মাধ্যমে পুলিশ দ্রুত সাড়া দিতে সক্ষম হবে এবং এলাকা জুড়ে দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে অপরাধ প্রতিরোধ করতে সহায়তা করবে।
চাঁদপুর জেলার প্রতিটি থানা এলাকায় উক্ত মোটরসাইকেল পেট্রোলিং কার্যক্রম অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিবেদক,১৯ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur