চাঁদপুরে ২৫ বছর পর সংস্কার হচ্ছে রঘুনাথপুর এলবি সি ক্যানেল
চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুরের দীর্ঘদিনের অবহেলিত এলবি সি ক্যানেল নিয়ে প্রায় ৬/৭ মাস পূূবে একটি স্বচিত্র সংবাদ প্রকাশ ও এই প্রতিবেদকের ফেসবুক ভিডিও প্রতিবেদন প্রচার করা হয়। সেই প্রতিবেদনের পর বিষয়টি নতুন করে নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। আর সেই সংবাদ প্রকাশের পর অবশেষে শুরু হয়েছে ক্যানেল সংস্কারের বাস্তব কাজ।
জানা গেছে, চলতি ডিসেম্বর মাসের প্রথম দিক থেকে ক্যানেলটির মুখের অংশ থেকে সংস্কার কার্যক্রম শুরু হয়।
রঘুনাথপুর ওয়াপদার রাস্তার লেক সংলগ্ন এলাকা থেকে কাজ শুরু করে ধাপে ধাপে এগোচ্ছে খালের জমে থাকা মাটি খনন ও পরিষ্কার কার্যক্রম। বর্তমানে কাজ চলমান রয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই তা শেষ হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রথম ধাপে ক্যানেলের ভেতরে জমে থাকা কচুরিপনা, আগাছা ও ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। এরপর ভেকু মেশিন ব্যবহার করে দীর্ঘদিনের জমে থাকা পলি ও মাটি খনন করা হচ্ছে, যাতে খালটিতে স্বাভাবিক পানি প্রবাহ ফিরে আসে। একই সঙ্গে ক্যানেলের ওপর ও দু’পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে, যা এতদিন খালটির স্বাভাবিক গতি ব্যাহত করছিল।
স্থানীয়রা জানান, দীর্ঘ প্রায় ২০/২৫ বছরেরও বেশি সময় কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় একসময় প্রবাহমান ও স্বচ্ছ পানির এই ক্যানেলটি প্রায় মৃত জলাশয়ে পরিণত হয়েছিল। সংবাদ প্রকাশের পর সংস্কার কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন। অনেকেই আশা করছেন, কাজ শেষ হলে ওই এলাকার ক্যানেলের পাশে থাকা কৃষি সেচের সুবিধা বাড়বে, পাশাপাশি এলাকার পরিবেশ ও নান্দনিকতাও কিছুটা হলেও ফিরবে।
এলাকাবাসীর প্রত্যাশা, এবারের উদ্যোগ যেন শুধু অস্থায়ী না হয়। কাজ শেষের পর নিয়মিত পরিষ্কার ও তদারকি নিশ্চিত করা গেলে রঘুনাথপুর এলবি সি ক্যানেল আবারও ফিরে পেতে পারে তার হারানো প্রাণ ও গুরুত্ব।
প্রতিবেদক: কবির হোসেন মিজি/
২ জানুয়ারি ২০২৫